• আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব | জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী | রাজধানীর যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট | এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জয় বোলোগনার | ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  | প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা : প্রধান উপদেষ্টা | আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র | কেন প্রকাশ্যেই ভারতের পক্ষে দাঁড়িয়েছে ইসরাইল? |

নড়াইলে চেয়ারম্যানের স্বাক্ষর জাল করার অপরাধে ২১ দিনের কারাদন্ড ১ হাজার টাকা জরিমানা

| নিউজ রুম এডিটর ১২:৩০ অপরাহ্ণ | মে ২৪, ২০২২ সারাদেশ

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলে চেয়ারম্যানের স্বাক্ষর জাল করার অপরাধে ২১ দিনের কারাদন্ড ১ হাজার টাকা জরিমানা। নড়াইলের ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর স্বাক্ষর জাল করার অপরাধে এক ব্যক্তি কে ভ্রাম্যমাণ আদালতের জেল জরিমানা করা হয়েছে। সোমবার (২৩ মে) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লোহাগড়া উপজেলার নির্বাহী অফিসার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মো.আজগর আলী।

ভ্রাম্যমাণ আদালতে সূত্রে জানা গেছে, উপজেলার ইতনা ইউনিয়নের চেয়ারম্যান শেখ সিহানুক রহমানের স্বাক্ষর নকল করে জন্মনিবন্ধন, ওয়ারেশ কায়েম সনদ সহ বিভিন্ন ধরনের কাগজ পত্র জাল করার দায়ে ইতনা গ্রামের মো. আলতাফ শেখ এর ছেলে মো. খসরুজ্জামান শেখ (৪০) কে ভ্রামমাণ আদালতে ২১ দিন বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। এ সময় লোহাগড়া থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালত কে সহযোগিতা করেন।এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজগার আলী সাংবাদিকদের বলেন, চেয়ারম্যান এর সাক্ষর নকল করে বিভিন্ন ধারনের অবৈধ কাজ করার দায়ে আসামী কে জেল জরিমানা করা হয়েছে। আমাদের এ ধারনের অভিযান ভবিষৎ এ অব্যাহত থাকবে।