• আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব | জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী | রাজধানীর যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট | এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জয় বোলোগনার | ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  | প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা : প্রধান উপদেষ্টা | আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র | কেন প্রকাশ্যেই ভারতের পক্ষে দাঁড়িয়েছে ইসরাইল? |

সিরাজদিখানে পল্লী বিদ্যুতের মনগড়া বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

| নিউজ রুম এডিটর ৭:৫৫ অপরাহ্ণ | মে ২৪, ২০২২ সারাদেশ

মোহাম্মদ রোমান হাওলাদার : মুন্সিগঞ্জের সিরাজদিখানে পল্লী বিদ্যুৎ অফিসের মনগড়া তৈরি বিলে দিশেহারা হয়ে হয়রানির শিকার হচ্ছেন সহস্রাধিক গ্রাহক। মিটার রিডারদের এমন খামখেয়ালিপনায় গ্রাহকদের হয়রানির শিকার হওয়ার পাশাপাশি গুনতে হয় অতিরিক্ত মাশুল। চলতি মাসের বিদ্যুৎ বিলে মনগড়া ইউনিট বসানোর একাধিক অভিযোগ উঠেছে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিরাজদিখান জোনাল অফিসের মিটার রিডারদের বিরুদ্ধে। উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোরমর্দ্দন গ্রামের পল্লী বিদ্যুতের গ্রাহক মোঃ হালিম বলেন, একটি ফ্যান ও একটি এনার্জি বাল্ব ব্যবহার করে সচরাচর প্রত্যেক মাসে তার মিটারে ৪০-৫৫ ইউনিটের বিল আসে।

চলতি মাসে বিদ্যুৎ বিলে ১০০ ইউনিটের বেশী ইউনিট ও ব্যবহারের সাথে ৬৩৬ ইউনিট ব্যবধান থাকায় তিনি পল্লী বিদ্যুতের সিরাজদিখান জোনাল অফিসের গিয়ে মৌখিক ভাবে বিল বেশী এবং ইউনিটের গড়মিলের অভিযোগ করেন। মৌখিক অভিযোগের ভিত্তিতে তার বিলটি সংশোধন করে দেওয়া হয়। কিন্তু বিল সংশোধনের পরও ব্যবহারের তুলনায় ৫৮৬ ইউটের গড়মিল রয়েই যায়। সরেজমিনে গত ২২ মে পর্যন্ত মোঃ হালিমের মিটারে ২১১৩৯ ইউনিট দেখা গেলেও পল্লী বিদ্যুতে বিলে ২১৭২৫ ইউনিট উল্লেখ থাকতে দেখা যায়। অর্থাৎ সে হিসেবে প্রতি মাসে গড়ে এ পর্যন্ত মোঃ হালিমের কাছ থেকে ৫৮৬ ইউনিট অগ্রিম আদায় করেছে পল্লী বিদ্যুৎ অফিস।

যার স্পষ্ট কোন ব্যাখ্যা পাওয়া যায়নি। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকার সহস্রাধীক গ্রাহক পল্লী বিদ্যুতের মিটার রিডারদের মনগড়া ইউনিটের কারণে হয়রানীর শিকার হয়েছেন মর্মে অভিযোগ তুলে সাংবাদিকদের অবহিত করেছেন। এদের মধ্যে সিংহভাগ গ্রাহকের মিটারের ইউনিটের জটিলতা সমাধান হয়নি বলেও জানিয়েছেন তারা। পল্লী বিদ্যুৎ সিরাজদিখান জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) খোন্দকার মোঃ মোশারফ বলেন, হয়তো রিডারদের ভুল হতে পারে। যারা অভিযোগ করেছে তাদেরকে বলুন আমার কাছে আসতে। এ বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।