• আজ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  |

ক্রেতাদের কম লিচু দেওয়ার দায়ে লিচু ব্যবসায়ী সহ ৩ মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা

| নিউজ রুম এডিটর ৪:৪৮ অপরাহ্ণ | মে ২৫, ২০২২ সারাদেশ

খায়রুল খন্দকার টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে ক্রেতাদের পরিমাণে কম লিচু দেওয়ার দায়ে লিচু ব্যবসায়ী ও মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে মোট ৪০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার(২৪ মে) দুপুরে উপজেলার পৌর শহরের কাঁচা বাজার এলাকা ও বাসস্ট্যান্ড সংলগ্ন বাজারে ভ্রাম্যমাণ পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শেখ আলাউল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জন ব্যবসায়ীকে মোট ৪০০০ টাকা জরিমানা করা হয়। পৌর শহরের কাঁচা বাজার এলাকার নিতাই চন্দ্র ঘোষকে খোলা পাত্রে মিষ্টি রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ২০০০ টাকা এবং বাসস্ট্যান্ড বাজারে লিচু বিক্রেতা বিদ্যুৎ কে ১০০০ ও শহীদকে লিচু কম দেয়ার অভিযোগে ১০০০ টাকা করে মোট ২০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

স্থানীয়রা জানান, বাজারে গ্রীষ্মকালীন ফল হিসেবে তরমুজের পর সমানতালে পছন্দের তালিকায় থাকে সুস্বাদু লিচু। কিন্তু কিছু অসাধূ ব্যবসায়ী এই লিচুকে কেন্দ্র করে ১০০ টি লিচুর দামের বদলে ৮০ থেকে ৯০ টি লিচু বিক্রি করছে। যা অত্যন্ত দুঃখজনক ও প্রতারণা ব্যবসা।

অপরদিকে অন্য ক্রেতা বলেন, স্বাস্থ্য ঝুঁকিতে থেকে যাচ্ছে নিম্নমানের উপকরণ, অস্বাস্থ্যকর পরিবেশ ও মাছি, তেলাপোকা ইত্যাদি পড়ে থাকা মিষ্টি বিক্রি। যা শরীরের জন্য মারাত্মকভাবে ক্ষতিকারক।

অভিযান পরিচালনা নিয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)শেখ আলাউল ইসলাম জানান, দীর্ঘদিন যাবত কিছু অসাধু ব্যবসায়ী বেশী লাভের আশায় ১০০টি লিচু বিক্রির কথা বলে সুকৌশলে ৮০ থেকে ৯০টি বিক্রি করে যাচ্ছিল এবং বাজারে মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রি করে যাচ্ছিল। পরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার মাধ্যমে ৩জন ব্যবসায়ীকে সর্বমোট ৪০০০ টাকা অর্থদণ্ড প্রদান করি এবং আমাদের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।