• আজ ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ |

সোনাগাজীতে চিকিৎসা খাতে সেবার মান উন্নত করার দাবি জানালো জাতীয় রোগী কল্যাণ সোসাইটি

| নিউজ রুম এডিটর ৫:১৫ অপরাহ্ণ | মে ২৫, ২০২২ সারাদেশ

সোনাগাজী(ফেনী)প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে বাংলাদেশের ১৮ কোটি মানুষের সুচিকিৎসার বাস্তবায়নের একমাত্র সংগঠন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির উদ্যোগে ২৫ জুন ৫শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান উপলক্ষে মতবিনিময় সভা বুধবার সকাল ১০ টায় সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নে জিতপুর ভাদাদিয়া গ্রামে হযরত ফাতেমা (রা) মহিলা মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।

জাতীয় রোগী কল্যাণ সোসাইটি ফেনী জেলার সদস্য সচিব আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট গবেষক ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ।

বিশেষ অতিথি ছিলেন,জাতীয় রোগী কল্যাণ সোসাইটির উপদেষ্টা ডা.শাহাদাৎ হোসাইন,জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠা সদস্য মুহাম্মাদ সাইফুল ইসলাম চৌধুরী, জাতীয় রোগী কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সদস্য এম মোকছুদুর রহমান মিয়াজী, বাংলা টিভির জেলা প্রতিনিধি জাকের হায়দার সুমন।

অএ মাদ্রাসার শিক্ষক মহিউদ্দিনের সঞ্চালনায় এসময় মতিগঞ্জ ইউনিয়নের সাবেক ৭নম্বর ইউপি সদস্য খুরশিদ আলম, ৪,৫,৬নম্বর ওয়ার্ডের সদস্য ফাতেমা বেগম, ফাতেমা(রা) মহিলা মাদ্রাসার মোহতামিম মাওলানা ছাইদুল হক,আন্তিঃপুকুর জামে মসজিদের উপদেষ্টা মোহাম্মদ মোস্তফা ছুট্টু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি ডা. মাহতাব হোসাইন মাজেদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত এর জন্য সংবিধানে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। আমরা চাই মহান এ নেতার স্বপ্নের বাংলাদেশ গড়তে জনগণের মৌলিক অধিকার বাস্তবায়ন হোক। সর্বস্তরের ডাক্তারবৃন্দ রোগীর সেবা দেওয়ার মানসিকতা পোষণ করলে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা আরো আধুনিক হতো।

শেষে ১০জন অসহায় শিক্ষার্থীর রোগ আরোগ্য হওয়ার আগ পর্যন্ত সম্পন্ন চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছে জাতীয় রোগী কল্যান সোসাইটি।