স্টাফ রিপোর্ট: বর্তমান সরকার দেশকে একটা জাহান্নামে পরিণত করে রেখেছে। দেশের মানুষের শান্তি নাই। মানুষ সুখে নাই, কথা বলার অধিকার নাই, মানুষ আজ অসহায়ের মত দিনযাপন করে। যদি কেউ সত্যি কথা বলে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপক্তা আইনে মামলা দেয়া হয়।
শনিবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুরের বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটে যুবদলের কর্মী সভায় বাংলাদেশ জাতীয়তাাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি (সাবেক) প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথা গুলো বলেছেন।
তিনি আরো বলেন,অনেক সাংবাদিক ভাইয়েরা এখানে আছেন,উনারা জানেন উনাদের উপর কতটুকু খড়ক। দ্রব্যমূল মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে,সয়াবিন তৈল থেকে শুরু করে কোন কিছুই মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নাই।
তাহিরপুর উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক এনামের সভাপতিত্বে সিনিয়র যুগ্ন আহবায়ক আবু সায়েমের সঞ্চালনায় তাহিরপুরের বাদাঘাট ইউনিয়ন যুবদলের কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্য জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মো.শওকত বতর্মান সরকারের সমালোচনা করে তার দেয়া বক্তব্যে বলেন, আমরা,আপনারা সারা বাংলাদেশের আপাময় জনগণ এ সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে আসে, এ সরকার পাগল হয়ে নাচতে থাকবে শ্রীলংকার মত,জনগণ শুধু চেয়ে দেখবে।
দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি,আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানিয়ে সম্মেলনে বক্তারা আরো বলেন, নিরপেক্ষ সরকার ছাড়া এ সরকারের অধীনে কোন নির্বাচনে অঙশ নেবেনা বিএনপিসহ দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা যুবদলের সহ সভাপতি আমিনুর রশীদ আমিন, সাধারন সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কায়েছ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, সহ অর্থ সম্পাদক মাহবুব মল্লিক।
অন্যদের মধ্যে জেলা যুবদলের সহ সাধারন সম্পাদক এনামুল করিম চৌধুরী হেলাল, সহ সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ, যুগ্ন সাধারন সম্পাদক মমিনুল হক কালা চাঁন, ,দপ্তর সম্পাদক মো. শাহআলম, পৌর যুবদলের আহবায়ক আজিজুর রহমান সৌরভ, জেলা যুবদল নেতা আবুল হুদা,আবুল ই্সলাম,শফিকুল ইসলাম, তাবারক হোসেন মোল্লা, এসকে শফিকুল ইসলাম,সুমন আহমেদ,জাহাঙ্গীর আলম, গোলাম সহিদ, ইউপি সদস্য সামায়যুন,শাহিন মিয়া, ডা, হাবিবুর রহমান,ছাত্রদল নেতা ওবায়দুর রহমান শাওন, তানভীর মল্লিক নিঝুম প্রমুখসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
https://youtu.be/LnlUzCy4ck4