• আজ ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরাজদিখানে বাল্য বিবাহ, ইভটিজিং অপসংস্কৃতি রোধে ঈমামদের সাথে মতবিনিময় সভা!

| নিউজ রুম এডিটর ৯:১৮ অপরাহ্ণ | মে ৩০, ২০২২ মুন্সীগঞ্জ, সারাদেশ

মোহাম্মদ রোমান হাওলাদারঃ মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাল্য বিবাহ, ইভটিজিং মাদক ও সমাজে চলমান অপসংস্কৃতি রোধে মসজিদের ঈমামদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে। কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএইচএম সাইফুল ইসলাম মিন্টুর আয়োজনে ও সভাপতিত্বে গতকাল সোমবার বেলা ১১ টায় পরিষদের হলরুমে ইউনিয়নের ১৯টি মসজিদের ঈমামদের নিয়ে মতবিনিময় সভা করা হয়।

এসময় ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে বাল্য বিবাহ, ইভটিজিং বর্তমান সমাজে চলমান অপসংস্কৃতি রোধে ঈমামদের শুক্রবার জুমার নামাজের খুৎবার পূর্বে মসজিদে আগত মুসল্লীদের সাথে আলোচনা রাখার বিশেষ তাগিদ ও আহবান করা হয়। এছাড়া মাদক থেকে যুবসমাজকে বের করে এনে সুস্থ্য ও সুন্দর জীবনে ফিরিয়ে আনার পাশাপাশি তাদেরকে মসজিদ মুখী করাসহ সামাজিক নানাবিধ সমস্যা সমস্যা সমাধানের লক্ষে সভায় আলোকপাত করা হয়।

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিষদের জামাল উদ্দীন, কোলা ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য সালমা বেগম, ৭,৮ ও নং৯ ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য সীমা বেগমসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।