• আজ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক আশরাফুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে পলাশবাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ৮:৩২ অপরাহ্ণ | জুন ৪, ২০২২ গণমাধ্যম

রিপোর্টাস ইউনিটি পলাশবাড়ীর সভাপতি সাংবাদিক আশরাফুল ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারসহ গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে পলাশবাড়ী প্রেসক্লাব ও রিপোর্টাস ইউনিটি পলাশবাড়ীর যৌথ আয়োজনে আজ ৪ জুন শনিবার দুপুরে পলাশবাড়ী চৌমাথা মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল ইসলাম পাতার সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,সহ সভাপতি মুশফিকুর রহমান মিল্টন,সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন,রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম,সহ সভাপতি মিজানুর রহমান মিলন মন্ডল,সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রুবেল, পলাশবাড়ী প্রেসক্লাব সদস্য আমিরুল ইসলাম কবিরসহ অন্যান্যরা। এসময় পলাশবাড়ী প্রেসক্লাব ও রিপোর্টাস ইউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক আশরাফুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে উক্ত ঘটনার তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় নিয়ে শাস্তির দাবী জানান।