• আজ ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 আওয়ামী লীগ কি নিষিদ্ধ হচ্ছে, যা জানালেন আসিফ মাহমুদ | দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: প্রধান উপদেষ্টা | জামাতার স্বপ্ন পূরণেই কি ‘গাজা দখল’ নিতে চান ট্রাম্প? | আনিসুল হকের ‘বান্ধবী’ তৌফিকার দেশত্যাগে নিষেধাজ্ঞা | প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন মনির হায়দার | ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি | ‘হাসিনা তুমি এই প্রজন্মের সঙ্গে বিট্রেই করে ভুল করেছো’ | ‘কাউয়া কাউয়া’ স্লোগানে ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর, আগুন | হাসিনার ভাষণে ক্ষুব্ধদের ‘৩২ নম্বর’ ভাঙচুর, আন্তর্জাতিক মিডিয়ায় ফলাও করে প্রচার | সৃজিত প্রসঙ্গে কথা বলতে চান না মিথিলা |

স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবোদ করায়, খুনের উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত

| নিউজ রুম এডিটর ৮:২৯ অপরাহ্ণ | জুন ১৩, ২০২২ সারাদেশ

মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদর উপজেলার ২নং হলোখানা ইউনিয়নের চরসুভারকুটি গ্রামে সাজেনার মোড় এলাকায় বিদ্যালয়ে যাতায়াতের সময় এক ছাত্রীকে ইভটিজিং এর প্রতিবাদ করায় বখাটে ও মাদকসেবী কয়েকজন যুবক প্রতিবাদকারীর উপর হামলা ও মেরে ফেলার উদ্দেশ্যে ছুরি দিয়ে পেটে হানা মারে।

১২ জুন (রবিবার) চরসুভারকুটি গ্রামে সাজেনার মোড়ের ফাঁকা ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।হামলায় শিকার আহত জামিল সুভারকুটি গ্রামের আঃ ছাত্তার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, রোববার সকালে স্কুল যাওয়ার পথে এক শিক্ষার্থীকে একই এলাকার আহিদুল, আনিছুর, মাসুম, আকাশ, জাহিদসহ বেশ কয়েকজন যুবক অশালীন অঙ্গিভঙ্গি করে কথাবার্তা বলে। এসময় জামিল তাদের বাধা দিলে জামিলের সাথে তারা খারাপ আচরন করে।

এক পর্যায়ে আনিছুর জামিলকে জড়িয়ে ধরে ও আহিদুল ছুরি দিয়ে তার পেটে হানা দেয়। এতে জামিল অসুস্থ হয়ে পড়লে উপস্থিত বন্ধু এবং অপরিচিত রিকশা চালক তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

এ ঘটনায় হামলার শিকার, পরিবার ও স্থানীয়রা বখাটেদের বিরুদ্ধে তদন্তপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, হামলার ঘটনাটি দুঃখজনক। হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরসহ সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।