• আজ ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মেধাকে হার মানতে দেখেছি, পরিশ্রমকে নয়- ধামরাইয়ে এসডিআই এর সিইও সামছুল হক

| নিউজ রুম এডিটর ১১:৪৭ অপরাহ্ণ | নভেম্বর ৩, ২০২৫ সারাদেশ

নিউজ ডেস্ক: আমি মেধা কে হার মানতে দেখেছি কিন্তু পরিশ্রমকে হার মানতে দেখিনি। পৃথিবীতে যারা সফল, ধনী কিংবা উঁচু আসনে অধিষ্ঠিত হয়েছেন তাদের অনেকেই ছোট ছোট কাজ বা পেশা থেকেই বড় হয়েছেন।

গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকারের উদ্যোগে ‘‘তারুণ্যের উৎসব-২০২৫’’ উদযাপন উপলক্ষ্যে গ্রাহক সেবা পক্ষ শুরুর দিনে এসডিআই এর সিইও সামছুল হক তার বক্তব্যে তরুণদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
বেসরকারী সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই গতকাল সোমবার উপজেলার সূতীপাড়াস্থ সংস্থাটির ফারমার্স ট্রেনিং সেন্টার (এফটিসি)’র হল রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেবা পক্ষ শুরু করে।
প্রতিষ্ঠানে বিদ্যমান সেবা সমূহ সম্পর্কে তরুণ তরুনীদের অবহিত করণ। তরুণ তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ ও অর্থায়ন, উদ্ভাবনী সেবা ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করার উদ্যোগ গ্রহণ, বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কার্যক্রমে তরুণ তরুণীদের সম্পৃক্ত করণের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়াও বিভিন্ন ধরণের প্রতিযোগিতা, শিক্ষা সহায়তা, উচ্চ শিক্ষাবৃত্তি, ক্রীড়া সামগ্রী বিতরণ, হুইল চেয়ার বিতরণ, চারাগাছ উপহার, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ সহ নানা ধরণের আয়োজন করা হয় এ অনুষ্ঠানে।
সংস্থার নির্বাহী পরিচালক সামছুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক। বিশেষ অতিথি ছিলেন ধামরাই থানার ওসি মো: মনিরুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এসএম হাসান, সংস্থার সহকারী পরিচালক সোহেলিয়া নাজনীন হক, আঞ্চলিক ব্যবস্থাপক অভিজিৎ দেবনাথ, ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, সংস্থার কর্মকর্তা হারুন অর রশিদ প্রমূখ।