• আজ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তির প্রতিবাদে ঘোড়াঘাটে বিক্ষোভ মিছিল

| নিউজ রুম এডিটর ৮:৪৮ অপরাহ্ণ | জুন ১৩, ২০২২ ধর্ম, সারাদেশ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রীকে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র জ্যেষ্ঠ দুই নেতার কটূক্তির প্রতিবাদে দিনাজপুরের ঘোড়াঘাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুন) বাদ আসর উপজেলার প্রাণকেন্দ্র রানীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ঘোড়াঘাট ওলামা ঐক্য পরিষদের সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক হযরত মাওলানা মোহাম্মদ সুলতান আহমেদ সহ অনেকে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা ভারতের ক্ষমতাসীন দলের দুই নেতা নুপুর শর্মা ও নবীন কুমারের প্রতি ঘৃণাভরে তীব্র নিন্দা জানান। সেই সাথে বাংলাদেশে ভারতের হাইকমিশনার কে তলব করে এর সুষ্ঠু বিচারের ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।

ঘোড়াঘাট ওলামা ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে শত শত ধর্মপ্রাণ মুসল্লীরা যোগ দেন। শেষে মুসলিম উম্মাহ’র শান্তি কামনা সহ বিশ্বে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।