• আজ ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 এনসিপির সমাবেশে হামলা: সরকারের কঠোর বার্তা | সারাদেশে ব্লকেডের ডাক দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন | গোপালগঞ্জ রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি | মধ্যরাতে চরমোনাই পিরের দরবারে এনসিপির নেতারা | বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার |

গাল মোটা থাকলে আপনার সমস্যা কোথায়, প্রশ্ন ভাবনার

| নিউজ রুম এডিটর ৭:৪১ অপরাহ্ণ | জুন ২১, ২০২২ বিনোদন

মডেল-অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ‘ডোন্ট কেয়ার’ স্বভাবের জন্য প্রায়ই আলোচনায় থাকেন। সমকালীন ঘটনা নিয়েও সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে উঠেন এই অভিনেত্রী। এবার শারীরিক গড়ন নিয়ে বক্তব্য দিয়ে শিরোনামে উঠে এলেন তিনি।

মঙ্গলবার (২১ জুন) ভাবনা তার ফেসবুকে মেকআপ ছাড়া একটি ছবি তার ফেসবুক পেজে পোস্ট করেছেন। আর সেখানেই প্রশ্ন তুলেছেন—‘কারো গাল মোটা থাকলে আপনার সমস্যা কোথায়?’

বাস্তব জীবনের অভিজ্ঞতা জানিয়ে ভাবনা লিখেন, ‘মাঝে মাঝে এমন হয়, নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। কারণ আশেপাশের মানুষ বলেন, নাকটা একটু সোজা করতে হবে, ডাবল চিন ঠিক করতে হবে, আইব্রো এত নিচে নামানো, উঁচু করে ফেলতে হবে, ঠোঁট মোটা করতে হবে; আরো কত কি! হ্যাঁ, সবারই ইচ্ছা করে তাকে ভালো দেখাক। তবে মানুষের কথা শুনে না।’

মানুষকে জাজ করা বন্ধ করার আহ্বান জানিয়ে ভাবনা লিখেন, ‘জীবনে একটা জিনিসই করবেন না তা হলো মানুষের কথা শোনা। আপনার পরিবার ছাড়া কেউ আপনাকে ভালো বুদ্ধি দেবে না। আমি এসবের বিপক্ষে না। তবে এই যে মানুষের আত্মবিশ্বাস লো করে দেয়া, এটা আমার অপছন্দ। সবাইকে দেখতে একই রকম হওয়ার দরকার কি। কারো গাল মোটা থাকলে আপনার সমস্যা কোথায়। মানুষকে জাজ করা বন্ধ করুন।’

নাটক-সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ভাবনা। তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। এটি পরিচালনা করেছেন নূরুল আলম আতিক। সম্প্রতি ‘দামপাড়া’ সিনেমার শুটিং করলেন তিনি। এটি পরিচালনা করছেন শুদ্ধমান চৈতন।