• আজ ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গাজার চারপাশে এবার ‘কিল জোন’ বানাচ্ছে ইসরাইল! | ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ | সারাদেশে চলছে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি | দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে তিন বিভাগে | সত্য সংবাদ প্রকাশে বিদেশি গণমাধ্যমের মিথ্যার ওপর চুনকালি পড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা | শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, শতাধিক বোমা বিস্ফোরণ | জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা | ভারতের সম্পর্ক কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সঙ্গে নয়: মোদি | বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন | শেখ হাসিনাকে ফেরত পাঠানোসহ মোদির সঙ্গে যেসব বিষয়ে কথা হলো ইউনূসের |

গাল মোটা থাকলে আপনার সমস্যা কোথায়, প্রশ্ন ভাবনার

| নিউজ রুম এডিটর ৭:৪১ অপরাহ্ণ | জুন ২১, ২০২২ বিনোদন

মডেল-অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ‘ডোন্ট কেয়ার’ স্বভাবের জন্য প্রায়ই আলোচনায় থাকেন। সমকালীন ঘটনা নিয়েও সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে উঠেন এই অভিনেত্রী। এবার শারীরিক গড়ন নিয়ে বক্তব্য দিয়ে শিরোনামে উঠে এলেন তিনি।

মঙ্গলবার (২১ জুন) ভাবনা তার ফেসবুকে মেকআপ ছাড়া একটি ছবি তার ফেসবুক পেজে পোস্ট করেছেন। আর সেখানেই প্রশ্ন তুলেছেন—‘কারো গাল মোটা থাকলে আপনার সমস্যা কোথায়?’

বাস্তব জীবনের অভিজ্ঞতা জানিয়ে ভাবনা লিখেন, ‘মাঝে মাঝে এমন হয়, নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। কারণ আশেপাশের মানুষ বলেন, নাকটা একটু সোজা করতে হবে, ডাবল চিন ঠিক করতে হবে, আইব্রো এত নিচে নামানো, উঁচু করে ফেলতে হবে, ঠোঁট মোটা করতে হবে; আরো কত কি! হ্যাঁ, সবারই ইচ্ছা করে তাকে ভালো দেখাক। তবে মানুষের কথা শুনে না।’

মানুষকে জাজ করা বন্ধ করার আহ্বান জানিয়ে ভাবনা লিখেন, ‘জীবনে একটা জিনিসই করবেন না তা হলো মানুষের কথা শোনা। আপনার পরিবার ছাড়া কেউ আপনাকে ভালো বুদ্ধি দেবে না। আমি এসবের বিপক্ষে না। তবে এই যে মানুষের আত্মবিশ্বাস লো করে দেয়া, এটা আমার অপছন্দ। সবাইকে দেখতে একই রকম হওয়ার দরকার কি। কারো গাল মোটা থাকলে আপনার সমস্যা কোথায়। মানুষকে জাজ করা বন্ধ করুন।’

নাটক-সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ভাবনা। তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। এটি পরিচালনা করেছেন নূরুল আলম আতিক। সম্প্রতি ‘দামপাড়া’ সিনেমার শুটিং করলেন তিনি। এটি পরিচালনা করছেন শুদ্ধমান চৈতন।