• আজ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে আনসার ও ভিডিপির সমাবেশ অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ৭:৫৩ অপরাহ্ণ | জুন ২১, ২০২২ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানে লালমনিরহাটের কালীগঞ্জে আনসার ও ভিডিপি’র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) দুপুরের দিকে আনসার ও ভিডিপি’র উদ্যোগে তুষভাণ্ডার অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলার আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট ( অতিরিক্ত দায়িত্ব) অফিসার এইচএম সাইফুল্লাহ হাবিব সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান, কালীগঞ্জ উপজেলা এ্যাসিল্যান্ড ইসরাত জাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রশীদুজ্জামান আহমেদ, কালীগঞ্জ প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার বিরোজিনী রাণী, উপজেলা কৃষি অফিসার মাহমুদা খাতুন প্রমূখ।

বিশেষ কৃতিত্বের জন্য সমাবেশে আনসার সদস্যকে ছাতা ও বাই-সাইকেল পুরস্কার প্রদানসহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য, দলনেতা, কমান্ডারবৃন্দ উপস্থিত ছিলেন।