• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক |

‘পদ্মা সেতু বাঙালি জাতির অহংকারের প্রতীক’

| নিউজ রুম এডিটর ৭:২৯ অপরাহ্ণ | জুন ২২, ২০২২ আইন ও আদালত, লিড নিউজ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ
স্বপ্নের পদ্মা সেতুর বাস্তবায়নে দেশ উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘পদ্মা সেতু বাঙালি জাতির অহংকারের প্রতীক। যেমন আমেরিকার অহংকার ‘গোল্ডেন গেট ব্রিজ’, তেমনি আমাদের অহংকার পদ্মা সেতু।’

বুধবার (২২ জুন) দুপুরে হাতীবান্ধা মডেল থানা চত্বরে দেশের প্রথম ‘বাংলাদেশ পুলিশ জাদুঘর’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবাই এগিয়ে এসেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘দ্রুত বন্যা মোকাবিলা আমাদের মনোবল ও দৃঢ়তার উদাহরণ। কেননা, খুবই কম সময়ে আমরা কঠিন বন্যা মোকাবিলা করেছি।’

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যখন সারা বিশ্ব অর্থনৈতিক মন্দায় নিমজ্জিত, তখনও আমরা পুরো শাটডাউন হইনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে পৃথিবীর মধ্যে একটি শান্তিপ্রিয় দেশে পরিণত করতে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করছে।’

‘যুক্তরাষ্ট্রের অহংকার গোল্ডেন ব্রিজ, আমাদের পদ্মা সেতু’

বাংলাদেশ পুলিশ জাদুঘরের উদ্বোধন শেষে তিনি বলেন, ‘১৯৭১ সালের মহান মুুুক্তিযুদ্ধকালে ‘পাটগ্রামের মুক্তাঞ্চল পুলিশিং’ ব্যবস্থা নিয়ে কাজ হবে। তৎকালীন ইতিহাস ও ঐতিহ্য নিয়ে গবেষণা হবে। এর ওপর ভিত্তি করে নির্মাণ হবে তথ্যচিত্র।’

অনুষ্ঠানে লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানার সভাপতিত্বে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য শুভেচ্ছা বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, লালমনিরহাটের হাতীবান্ধা থানার শতবছরের পুরনো ভবনে বাংলাদেশ পুলিশ জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। জাদুঘরের সাতটি গ্যালারিতে প্রাচীন বাংলা, বৃটিশ আমল, পাকিস্তান আমল ও বাংলাদেশ পুলিশিং ব্যবস্থার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে দরা হয়েছে। এছাড়া এখানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাটগ্রাম মুক্তাঞ্চল পুলিশিংয়ের বিশেষ গ্যালারি গড়ে তোলা হয়েছে। আরও রয়েছে বঙ্গবন্ধু কর্নার, পুলিশের বিভিন্ন সময়ে ব্যবহৃত পুরনো গাড়ির প্রদর্শনী ও শিশু কর্নার।