মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই যুবককে আটক করেছে। রবিবার (২৬শে জুন) রাতে উপজেলার মনোহরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত আদিল (৩৫) জীবননগর থানাধীন সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের উত্তরপাড়ার মৃত মোসলেম উদ্দিনের ছেলে এবং সজীব (২২) একই এলাকার সুলতানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার এসআই কেরামত আলী, এসআই হাসনাইন সোহান এবং এএসআই সাইদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ রবিবার রাত ৯টার দিকে মনোহরপুর গ্রামস্থ আরিফের চায়ের দোকানের সামনে জীবননগর টু চুয়াডাঙ্গাগামী পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই যুবককে আটক করা হয়।
এ ঘটনায় জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।