সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৫ঘন্টা পর এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত কলেজ ছাত্র চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী মাসুদ রানা (২১)। মাসুদ রানা রাজশাহীর তেরখাদিয়া-কলেজপাড়ার মৃত মুকসেদের ছেলে। সোমবার (২৭ জুন) বেলা ১১টার দিকে সিএ্যান্ডবি ঘাট এলাকায় এঘটনা ঘটে।
পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল। বেলা ১২টা ১৫ মিনিট থেকে উদ্ধার কার্যক্রম চালিয়ে ৪ টা ১০ মিনিট মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য মাইনুল ইসলাম। মরদেহ সন্ধানে নদীতে প্রায় ৫ ঘন্টা উদ্ধার অভিযান চলমান রাখে ফায়ার সার্ভিস। এর আগে আহত অবস্থায় স্থানীয়রা নিখোঁজ মাসুদের সহপাঠী আবু তালেব (২১) কে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে আবু তালেব। তালেব রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেলসাদপুর গ্রামের আবু তাহেরের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ৩ জন ছাত্র একসঙ্গে বেলা ১১টার দিকে সিএ্যান্ডবি ঘাটে গোসল করতে নামে, পরবর্তীতে পানিতে ভাসতে ভাসতে মহানন্দা ব্রিজ পার হয়ে এসে দুইজন উঠতে পারলেও অপর একজন রাবার ড্যামের নিকট পানিতে তলিয়ে যায়।