স্টাফ রিপোর্টারঃ মুন্সিগঞ্জের সিরাজদিখানে ক্ষুদ্র ও প্রান্তিক ১২০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে গতকাল বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে ২০২২-২৩ অর্থ বছরে চলতি খরিপ-২/২০২২-২৩ মৌসুমে রোপা আমন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি বীজ ধান, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার।আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, উপজেলা মৎস্য কর্মকর্তা মাফরোজা সুলতানা,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. টিপু সুলতান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (২) হিমেল সরকার জুই প্রমুখ।