• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

| নিউজ রুম এডিটর ১১:০৪ অপরাহ্ণ | জুন ৩০, ২০২২ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় বিয়ের দাবিতে তিন দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক তরুণী। বিয়ে না করা পর্যন্ত ওই বাড়িতে অবস্থান করবেন বলে তরুণীর দাবী।

এর আগে গত মঙ্গলবার (২৮ জুন) সকাল ১০ টায় কিশোরগঞ্জ থেকে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া ধওলাটারী গ্রামের মোস্তাফিজুর মোস্তাকিন নামের প্রেমিকের বাড়িতে অনশন করছেন ওই তরুণী।

মোস্তাফিজুর মোস্তাকিন (২২) উপজেলার দইখাওয়া ধওলাটারী গ্রেমের আমির আলী ছেলে। তিনি ঢাকার সভার এলাকার গার্মেন্টস কর্মী ছিলেন।

আর অনশনরত তরুণী কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার খাকসি গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে। তিনিও ঢাকার সাভার এলাকার গার্মেন্টস কর্মী হিসেবে কর্মরত।

অনশনরত ওই তরুণী জানিয়েছেন, এক বছর ধরে গার্মেন্টসের চাকরি করার সুবাদে পরিচয় হয় মোস্তাকিনের সাথে। এর পর প্রেমের সম্পর্ক গড়ে উঠে তাদের দুজনের। তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কও গড়ে তুলেন। বিয়ে করবেন বলে বিভিন্ন জায়গায় তাকে নিয়ে ঘুরাতে থাকেন। এরপর প্রেমিক মোস্তাকিন ঢাকা থেকে পালিয়ে গ্রামের বাড়িতে চলে আসেন। তার ঠিকানা সংগ্রহ করে তার বাড়িতে বিয়ের দাবিতে আরও দুইবার অবস্থান করলে তারা তার সাথে প্রতারণা করে বাড়িতে পাঠিয়ে দেন বলে দাবী করেন ওই তরুণী। প্রতারণার শিকার হয়ে মোস্তাকিনের বাড়িতে আবারও এসেছি বিয়ের দাবিতে। এবার হয় বিয়ে না হয় আত্নহত্যা ছাড়া কোন পথ থাকবে না।

এদিকে ঘটনার পর থেকে প্রেমিক মোস্তাফিজুর রহমান মোস্তাকিন পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মোস্তাকিনের বাবা আমীর আলী জানান, আমি এ ঘটনার কিছুই জানি না। তবে তার বাড়িতে একটি মেয়ে তিনদিন ধরে অবস্থান করছেন বলে স্বীকার করেন তিনি।

গোতামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো মোনাবেরুল হক মোনা ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, ওই তরুণীর অভিভাবক আসলে বিষয়টি সমাধান করা হবে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল আলম জানান, ওই তরুণীর পরিবারের পক্ষ থেকে থানায় এখনও কোনো অভিযোগ আসেনি অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।