• আজ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  |

নড়াইলে পুলিশের অভিযানে ৮টি চোরাই মটর সাইকেল সহ ৪ চোর গ্রেফতার।

| নিউজ রুম এডিটর ৯:১১ অপরাহ্ণ | জুলাই ৫, ২০২২ সারাদেশ

উজ্জ্বল রায়, নড়াইল থেকে: নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে ৮ টি চোরাই মটর সাইকেল সহ আন্তঃজেলা মটর সাইকেল চোর সিন্ডিকেটের ৪ সদস্যকে আটক করছে পুলিশ।

সোমবার ৪ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে মটর সাইকেল চোর সিন্ডিকেটের ৪ জন চোর কে গ্রেফতার করেন।

চোর সদস্যরা হলো টিটা গ্রামের রাজ্জাক শেখের ছেলে কামাল শেখ, বাজড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে জিসান,ও মফিজুল হকের ছেলে মিলন,এছাড়া আড়পারা গ্রামের ফসিয়ার সরদারকে গ্রেপ্তার করে এবং ৮ টি চোরাই মটর সাইকেল উদ্ধার করে।

উদ্ধারকৃত মোটরসাইকেল এর ভিতর ৮ টি মোটরসাইকেল বাজাজ কম্পান্নির তার মধ্যে ডিসকভার ১২৫ সি,সি ৫টা ১০০সি,সি ১ টা, এবং ১ টা প্লিটিনা মোটরসাইকেল রয়েছে।

এঘটনায় নড়াইলের এসপি ( সদর) সার্কেল মোঃ রিয়াজুল ইসলাম বলেন এরা আন্তঃ জেলা মটর সাইকেল চোরের সদস্য। দীর্ঘ দিন ধরে তারা মটর সাইকেল চুরির সাথে জড়িত। তাদের কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। আমরা আরো কয়েকটা মটর সাইকেল উদ্ধার করতে পারবো বলে আশা করছি।
এঘটনায় লোহাগড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে প্রেরন করা হয়েছে।