• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

ইউনিয়ন বাসীকে যানজনমুক্ত ঈদ উপহার দিতে সড়কে ইউপি চেয়ারম্যানের ব্যপক তৎপরতা

| নিউজ রুম এডিটর ৭:৩৫ অপরাহ্ণ | জুলাই ৭, ২০২২ মুন্সীগঞ্জ, সারাদেশ

স্টাফ রিপোর্টার: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়ন বাসীকে যানজটমুক্ত পবিত্র ঈদ-উল আযহা উপহার দিতে ইউনিয়নটির চেয়ারম্যান মোঃ সুমন মিয়ার ব্যপক তৎপরতা লক্ষ করা গেছে।

গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১২ টা থেকে বিকাল ৩ টা অবদি উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা চৌরাস্তায় হাতে লাঠি নিয়ে যানজট নিরসনের চেষ্টা চালান চেয়রাম্যান মোঃ সুমন মিয়া। এসময় ইছাপরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোঃ নাহিদ হোসেনসহ পরিষদের গ্রাম পুলিশসহ বাজার বনিক সমিতির বেশ কয়েক জন চেয়রাম্যান মোঃ সুমন মিয়ার সাথে যানজট নিরসনে সাহায্য সহযোগীতা করেন। জানা যায়, উপজেলার সর্ব বৃহত গরুর হাটের মধ্যে অন্যতম ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গরুর হাটে পশুসহ জনসাধারণের যাতায়াতের কারণে যানজট সৃষ্টি হওয়ার শঙ্কায় ও ইউনিয়ন বাসী যাতে যানজন মুক্ত ঈদ উদযাপন করতে পারেন সে লক্ষে চেয়রাম্যানের মোঃ সুমন মিয়া স্বশরীরে সড়কের যানজট নিরসনের চেষ্টা চালানোর উদ্যোগ গ্রহণ করেন।

এছাড়া এর আগে চেয়ারম্যান মোঃ সুমন মিয়ার পক্ষ থেকে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ইছাপুরা চৌরাস্তা যানজট মুক্ত রাখতে বেশ কয়েকবার স্বশরীরে তৎপতরা চালিয়েছেন। এদিকে ইউপি চেয়ারম্যান মোঃ সুমন মিয়ার পক্ষ থেকে এ তৎপরতা অব্যাহত থাকবে এমনটাই তার পক্ষ থেকে জানানো হয়েছে।