• আজ ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 এনসিপির সমাবেশে হামলা: সরকারের কঠোর বার্তা | সারাদেশে ব্লকেডের ডাক দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন | গোপালগঞ্জ রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি | মধ্যরাতে চরমোনাই পিরের দরবারে এনসিপির নেতারা | বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার |

সিরাজদিখানে মাদক সেবনে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় ৬ জন আহত!

| নিউজ রুম এডিটর ১:০৮ অপরাহ্ণ | জুন ১৯, ২০২৫ মুন্সীগঞ্জ, সারাদেশ

 

সিরাজদিখান প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক সেবনে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে মাদকাসক্ত কিশোর গ্যাংয়ের সদস্যদের হামলায় ৬ জন আহত হয়েছে। গত সোমবার উপজেলার শেখরনগর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডস্থ ঘনশ্যামপুর এলাকায় হামলার এ ঘটনায় ঘটে। এতে ঘনশ্যামপুর গ্রামের মোস্তাক, সুমন, জুবায়ের, রুবেল, বাপ্পী, ও নজরুল গুরুত্বর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘনশ্যাম গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে বোরহান বাদী হয়ে কিশোর গ্যাংটির মোঃ নাহিদ, মোঃ মারুফ, মোঃ নিরব, রক্সি মৃধা, মোঃ আকাশ,মোঃ রনি, মোঃ আতিকুল ইসলাম, সাগর মৃধা,মোঃ আকাশ, মেহেদী, মোঃ অমিত, মোঃ দিপু মোড়ল,মোঃ এনাম, মোঃ নিহাত, মোঃ জাহিদ, মোঃ শিশিরসহ অজ্ঞাতনামা ১০/১৫ জনকে বিবাদী করে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করা হয়৷

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার উপজেলার শেখরনগর ৫ নং ওয়ার্ডস্থ ঘনশ্যাম গ্রামের জনৈক বোরহানের বাড়ির পাশে কিশোর গ্যাংয়ের সদস্যরা বসে মাদক সেবক করছিলো। এসময় ওই গ্রামের মোস্তাক ও সুমন তাদের মাদক সেবন করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাদের দুইজনকে মারধর করে কিশোর গ্যায়ের বখাটে মাদকাসক্ত সদস্যরা। স্থানীয় রমিজ মৃধা বিচার শালিসের মাধ্যমে সমাধান করে দিবেন মর্মে মোস্তাক ও সুমনকে ঘনশ্যাম পুর ঈদগাহ মাঠে থাকতে বলেন। পরদিন মঙ্গলবার মোস্তাক, সুমন, জুবায়ের, রুবেল, বাপ্পী, ও নজরুল ঘনশ্যাম পুর ঈদগাহ মাঠে যাওয়ার পথে কিশোর গ্যাংয়ের মোঃ নাহিদ, মোঃ মারুফ, মোঃ নিরব, রক্সি মৃধা, মোঃ আকাশ,মোঃ রনি, মোঃ আতিকুল ইসলাম, সাগর মৃধা,মোঃ আকাশ, মেহেদী, মোঃ অমিত, মোঃ দিপু মোড়ল,মোঃ এনাম, মোঃ নিহাত, মোঃ জাহিদ, মোঃ শিশিরসহ আরো ১০/১৫ জন দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে মোস্তাক, সুমন, জুবায়ের, রুবেল, বাপ্পী, ও নজরুল হারভাঙা জখম ও গুরুত্বর জখমসহ নিলাফুল জখমপ্রাপ্ত হয়। এসময় গ্যাংটির সদস্যরা তাদের সাথে থাকা নগদ ৬২ হাজার টাকাসহ চার আনা ওজনের স্বর্ণের একটি চেইন ছিনিয়ে নিয়ে যায়। পরে তাদের ডাক চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে এসে তাদের কিশোর গ্যাংয়ের সদস্যদের হাত থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠায়।

খোঁজ নিয়ে জানা যায়, শেখরনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রমিজ মৃধা ঘনশ্যামপুর এলাকার কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী ও সেবনকারী দের পৃষ্ঠপশকতা করে আসছেন। তার ছত্রছায়ায় কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকায় অপরাধের রাম রাজত্ব কায়েম করেছে। আর একারণে ঘনশ্যামপুরসহ আসপাশের বেশ কয়েকটি এলাকার সাধারণ মানুষ, জন প্রতিনিধিরা তার কাছে জিম্মি। এমনকি তার দলীয় প্রভাবের কাছে পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তিরা তার নানা অপরাধ জানার পরও রহস্যজনক কারণে নিরব থাকতে লক্ষ করা যায়। মূলত তিনি শেখরনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হওয়ার পর থেকে আরো বেপরোয়া হয়ে উঠেন। এলাকায় যা কিছু হবে সব নাকি তার কথা মত হবে। তার কথার বাইরে কেউ কোন কথা বললে কিশোর গ্যাং দিয়ে তাদের হুমকি ও মারধর করানো হবে বলে তিনি নানা সময় নানা স্থানে বলে বেড়ান মর্মে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। খোঁজ নিয়ে আরো জানা যায় কিশোর গ্যাংয়ের সদস্য রনি ও আকাশ হত্যা মামলার আসামী। নাহিদ এলাকায় মাদক ব্যবসা করে।

এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি ইনচার্জ শাহেদ আল মামুন বলেন, এঘটনায় মামলা হয়েছে। তদন্ত করে দোষী সাবস্ত হলে আসামিদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।