• আজ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  |

সিলেটে যুবককে জবাই করে হত্যা !! অতপর আগুনে পুড়িয়ে দিলো ঘর শত্রুরা

| নিউজ রুম এডিটর ১:৫৫ অপরাহ্ণ | জুলাই ১৬, ২০২২ সারাদেশ, সিলেট

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে এক যুবককে জবাই করে হত্যার খবর পাওয়া গেছে। পূর্ব শত্রুতার জেরে সিলেটের গোয়ানইঘাটে গ্রামবাসী এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে ধারণা করা যাচ্ছে। এ ঘটনায় নারীসহ আরো অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আব্দুল কাদির (২৭)। তিনি উপজেলার গোয়াইনঘাট সদর ইউনিয়নের দক্ষিণ লাবু গ্রামের আব্দুল খালিকের ছেলে।

এদিকে সংঘর্ষের একপর্যায়ে গ্রামবাসী নিহত কাদিরের বসতঘর আগুন লাগিয়ে দিলে পুরো ঘর পুড়ে যায়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয। তার লাশ উদ্ধার করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ লাবু গ্রামবাসীর সাথে ৪ বছর আগের একটি হত্যা কাণ্ডকে কেন্দ্র করে বিরোধ চলছিল নিহত কাদিরের পিতা আব্দুল খালিক ও তার আত্মীয় স্বজনদের। এনিয়ে কয়েক দিন ধরে উভয় পক্ষে উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার রাত ৮টার দিকে আব্দুল খালিকের বাড়ি আক্রমন করেন গ্রামের লোকজন। তাদের প্রতিরোধ করতে এলে কাদিরকে জবাই করা হয় এবং তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। আগুনে একটি ঘর পুড়ে গেছে।

রাতে থানার পরিদর্শক ( তদন্ত ) ওমর ফারুক জানান, তার লাশের সুরতহাল তৈরি করছেন। এরপর পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। পুলিশের একাধিক টিম সক্রিয় রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।