• আজ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  |

ফুলবাড়ীতে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে যুবলীগ সভাপতির সংবাদ সম্মেলন

| নিউজ রুম এডিটর ৮:০৯ অপরাহ্ণ | আগস্ট ১৭, ২০২২ সারাদেশ

মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুল ইসলামের বিরুদ্ধে ফেসবুকসহ বিভিন্ন মিডিয়ায় মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ও সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন যুবলীগ সভাপতি আমিনুল ইসলাম।

১৭ই আগস্ট (বুধবার) দুপুরে উপজেলার কাছারি মাঠ বটতলায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সম্পাদক নুরুল হুদা মিয়া দুলাল, সাংগঠনিক সম্পাদক ও ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিলন, কাশিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম সহ আরো অনেকে। এ সময় উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে যুবলীগ সভাপতি আমিনুল ইসলাম বলেন, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ধরকারকুটি বোর্ডেরহাট এলাকার বাসিন্দা মকবুল হোসেনের পুত্র আব্দুর রহিম অনলাইনে ক্যাসিনো খেলার ডিলার হিসেবে গোপনে কাজ করে রাতারাতি কোটি টাকার মালিক হয়। অনলাইনে ক্যাসিনো খেলার প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে ফেসবুকসহ বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার চালায় আব্দুর রহিম এবং আমাকে মাদক ব্যবসায়ী, ক্রসফায়ারের আসামি সহ বিভিন্ন ধরনের অপবাদ দিচ্ছে। এ বিষয়ে আমি ফুলবাড়ী থানায় একটি জিডি করেছি এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থার জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট আহ্বান জানাচ্ছি।

এ সময় উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, আমিনুল ইসলাম দলের জন্য একটি নিবেদিত প্রাণ, তিনি কোন ধরনের অপকর্মে জড়িত না। তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।