

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মোঃ মাইন উদ্দিন : ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচরে যাত্রীবাহী বাস কেড়ে নিল বিভাটেকের তিন যাত্রীর প্রাণ। এ ঘটনায় গুরুতর আহত একজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩ ঘটিকার সময় কুলিয়ারচর উপজেলার ছয়সূতী-দ্বারিয়াকান্দি মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কুলিয়ারচর থেকে একটি বিভাটেক চারজন যাত্রী নিয়ে ভৈরবের দিকে যাওয়ার পথে দ্বারিয়াকান্দি-ছয়সূতীর মাঝামাঝি এলাকা অতিক্রম করার সময় পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস বিভাটেককে চাপা দেয়।
এতে বিভাটেকে থাকা চারজন যাত্রির মধ্যে দুই জন ঘটনাস্থলে মারা যায়। পরে গুরুতর আহত দুই জনকে হাসপাতালে নেওয়ার পথে ১ জন মারা যায়। অপর একজন একজন মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা এসব তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত, আহতদের পরিচয় পাওয়া যায়নি।