• আজ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ভারতের কড়া পদক্ষেপ, ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ | হাসিনার অনুগত দোসরকে কেন সুরক্ষা দেবেন উপদেষ্টা আসিফ | বান্ধবীর কাছে হিরো সাজতে কিশোর গ্যাং ‘হায়ার’ | গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেফতার | অস্ত্রবিরতি লঙ্ঘন করে ভারত-পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি | ‘অসাবধানতাবশত’ নিজ দেশেই বিমান হামলা চালাল ভারত! | ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন দলের আত্মপ্রকাশ | বর্তমান সরকারকেই ফ্যাসিস্টের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: রিজভী | ৫৮ ঘণ্টা পর অনশন ভাঙলেন কুয়েটের শিক্ষার্থীরা | পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ |

বন্দরে ফেরদৌস খুনের ঘটনার ২০দিন না যেতেই একই কায়দায় খুন হলো আরেক মিশুক চালক কায়েস

| নিউজ রুম এডিটর ৭:১৭ অপরাহ্ণ | অক্টোবর ১, ২০২২ সারাদেশ

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জের বন্দরে মিশুক চালক ফেরদৌস খুনের ঘটনার ২০দিন পার না হতেই আবারো একই কায়দায় খুন হয়েছে কায়েস(১৮) নামে আরো এক মিশুক চালক। ১ অক্টোবর (শনিবার) দুপুরে কলাগাছিয়া ইউনিয়নের নরপদি কার্লভার্ট সংলগ্ন চানপুর এলাকার মোস্তফা কামালের ভরাটকৃত জমির আইল থেকে হাত-পা ও মুখ বাঁধা
অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত কায়েস নবীগঞ্জস্থ অলিম্পিয়া কদমরসুল হাউজিং এলাকার কাশেম মিয়ার ছেলে। নিহতের ভাই সায়মন জানান, বিগত ৪ দিন আগে কায়েস মিশুক ভাড়া নিয়ে বের হয়। এরপর থেকে নিখোজ সে নিখোঁজ থাকে।

নিখোঁজের ৪দিন পর লোকমুখে খবর পেয়ে লাশ উদ্ধারস্থলে ছুটে আসে। সায়মন গায়ের পরহিত শার্ট দেখে কায়েসকে শনাক্ত করে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। কায়েসওে পরিবারের পক্ষ থেকে জানানো হয়,হত্যাকারীদেরকে তারা শনাক্ত করতে পেরেছে। কায়েসকে হত্যার পর পরই তার গা ঢাকা দিয়েছে। মূলতঃ মিশুক গাড়ি ছিনতাই করার উদ্দেশ্যেই তারা কায়েসকে নৃশংসভাবে হত্যার পর ওই স্থানে ফেলে যায়।

এ ঘটনায় বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন,কায়েসে হত্যাকান্ডটি খুবই দুঃখজনক। হত্যাকারীদের গ্রেফতারে তৎপরতা চলছে অপরাধীরা
যেখানেই থাকুক না কেনো অতিদ্রæত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।