• আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সিরাজদিখানে নারী নির্যাতনের মামলায় দুই ভাইয়ের কারাদন্ড! | টানা ৫ম দিন ডিএসসিসি নগর ভবনের সামনে ইশরাকের সমর্থকরা | তৃতীয় দিনেও অনড় জবি শিক্ষক-শিক্ষার্থীরা, জুমার পর আবারও উত্তাল কাকরাইল | ঢাকায় নিরাপদে অবতরণ করল চাকা খুলে যাওয়া বিমান, রানওয়ে বন্ধ | পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব | জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী | রাজধানীর যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট | এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জয় বোলোগনার | ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  |

কলকাতায় সিঁদুর খেলায় মেতেছেন অপু

| নিউজ রুম এডিটর ৭:৫০ অপরাহ্ণ | অক্টোবর ৫, ২০২২ বিনোদন

শারদীয় দুর্গাপূজার আজ বিজয়া দশমী। পাঁচ দিনব্যাপী শারদ উৎসবের শেষ দিন। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় এ উৎসব।

প্রথমবারের মতো কলকাতায় দুর্গাপূজা উদযাপন করছেন অপু বিশ্বাস। বিজয়া দশমীতে কলকাতায় যুবকবৃন্দ ক্লাব আয়োজিত পূজা মণ্ডপে সিঁদুর খেলায় মেতেছেন অপু বিশ্বাস। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

উচ্ছ্বাস প্রকাশ করে এই নায়িকা বলেন—‘এখানকার পূজা খুব স্পেশাল। এখানে অনেক ভালো লাগছে। এই অনুভূতি ঠিক ভাষায় প্রকাশ করার মতো নয়।’

ভক্তদের পূজার শুভেচ্ছা জানিয়ে অপু বিশ্বাস বলেন—‘সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা। আমাদের দুঃখ-দুর্দশা কেটে যাক- এটাই মায়ের কাছে চাওয়া।’

অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তার প্রযোজিত ‘লাল শাড়ি’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি চলছে। সিনেমাটির জন্য ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন অপু। গত ২০ জুলাই মন্ত্রণালয়ের সভাকক্ষে অপু বিশ্বাসের হাতে অনুদানের চেক তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব।

প্রযোজনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন অপু। তার বিপরীতে চিত্রনায়ক সাইমন সাদিককে দেখা যাবে। আগামী ১ নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে।