• আজ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত |

চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে চলছে প্রতীমা বিসর্জন

| নিউজ রুম এডিটর ৮:৩২ অপরাহ্ণ | অক্টোবর ৫, ২০২২ সারাদেশ

বর্ণাঢ্য উৎসব আয়োজনে বন্দরনগরী চট্টগ্রামে চলছে প্রতিমা বিসর্জন। বুধবার (৫ অক্টোবর) দুপুর থেকে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এবং নেভাল-২-তে হাজার হাজার ভক্ত অনুরাগীর অংশগ্রহণে প্রতিমা বিসর্জন শুরু হয়।

এর আগে দুপুর থেকে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ট্রাকে করে প্রতিমা নিয়ে গান বাদ্য বাজিয়ে বিসর্জনের উদ্দেশ্যে পতেঙ্গা সমুদ্র সৈকতে আসতে শুরু করেন সনাতন ধর্মাবলম্বীরা।

এদিকে প্রতিমা বিসর্জন উপলক্ষে পতেঙ্গা সৈকত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, ‘সৈকতে প্রতিমা বিসর্জন চলছে। সৈকতে সুশৃঙ্খলভাবে যাতে সবাই প্রতিমা বিসর্জন দিতে পারেন সে লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পতেঙ্গাসহ আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে।’

চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য বলেন, ‘চট্টগ্রাম মহানগরীর ১৬ থানায় ২৮২টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। আজ বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে দুপুরের পর থেকেই প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বর্তমানে পতেঙ্গা সৈকত, নেভাল-২ সহ কর্ণফুলী নদীর বিভিন্নস্থানে প্রতীমা বিসর্জন চলছে। সন্ধ্যা পর্যন্ত প্রতিমা বিসর্জন চলবে। বিকেল ৪টা পর্যন্ত পতেঙ্গা সৈকতে শতাধিক প্রতিমা বিসর্জন হয়েছে।