• আজ ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ | মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে | গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত বনানী – মহাখালী রাস্তা অবরোধ | আশুলিয়া ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি |

কিছু মোনাফেকবাদী বলেন নবী আমাদের মতো সাধারণ মাটির মানুষঃ আল্লামা বাহাদুর শাহ

| নিউজ রুম এডিটর ১০:৪৬ অপরাহ্ণ | অক্টোবর ৭, ২০২২ ইসলাম, ধর্ম

নিজস্ব সংবাদদাতা: পবিত্র ঈদে মিলাদূন্নবী(সাঃ)উপলক্ষে হিজবুর রাসুল(সাঃ) কমিটি ইসদাইর শাখার সহযোগিতায় ফতুল্লার ইসদাইর দাফন কাফন কমিটির উদ্যোগে ৬ অক্টোবর বৃহস্পতিবার বাদ এশা স্থানীয় রেললাইনস্থ বাজার সংলগ্ন সড়কে অনুষ্ঠিত হচ্ছে ২৮ তম পবিত্র আজিমুশ্বান মাহফিল ও সুন্নী সম্মেলন অত্যন্ত ধর্মীয়
ভাব গাম্ভীর্য্যরে মধ্য দিয়ে শেষ হয়। ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য মুহাম্মদ আলী আকবর মেম্বারের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নূরানী বয়ান ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ ইসলামি ফ্রন্টের চেয়ারম্যান ও সুদূর চাঁদপুর হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফের সাজ্জাদানসীন পীরে কামেল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী। প্রধান বক্তা হিসেবে ছিলেন গুরুত্বপূর্ণ আলোচনা করেন মোফাচ্ছেরে কোরআন আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন ইসলামিক চিন্তাবিদ
বাংলাদেশ ইসলামি ফ্রন্টের যুগ্ম মহাসচিব ও ইমামে রাব্বানী দরবার শরীফের খলিফায়ে আল্লামা মোশরফ হোসেন হেলালী। বিশেষ বক্তা হিসেবে ছিলেন
মুন্সিগঞ্জ পশ্চিম মুক্তারপুর বাইতুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওমর ফারুক বিক্রমপুরী ও ইসদাইর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের
ইমাম ও খতিব হযরত মাওলানা শাহ মুহাম্মদ কামরুজ্জামান বুলবুলী।

এতেসার্বিক তত্ত¡াবধানে ছিলেন হিজবুর রাসুল(সাঃ) কমিটি ইসদাইর শাখার সভাপতি মোঃ শান্ত সিনিয়র সহ-সভাপতি মোঃ সাগর ও সাধারণ সম্পাদক মোঃ সুজন। প্রধান অতিথির বক্তব্যে আল্লামা বাহাদুর শাহ বলেন,কেউ যদি কাউকে সালাম দেয় তাহলে হাদিস শরীফ অনুযায়ী তার আমলনামায় ত্রিশ নেকী সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়।
যিনি জবাব দিবেন তার আমলনামায়ও ত্রিশ নেকী সওয়াব লেখা হয়ে যায়। ঈদে মিলাদুন্নবী হচ্ছে রাসুল (সাঃ)এর জন্মদিন। আল্লাহ নিজেই পৃথিবীতে রাসুল
পাকের আগমনের কথা বলেছেন। আল্লাহ বলেছেন আমি আল্লাহ হইতে নূর আর এই নূরই হলো আমাদের রাসুল পাক সাল্লালাহু ওয়ালাইহি আসসালাম। আল্লাহতো মাটির কথা বলেননি। নূর মানে আলো। আল্লাহ বলেছেন আমার বন্ধু হচ্ছেন নূর আমাদের নবীও বলেছেন আমি আল্লাহর নূরের তৈরি,কিছু মোনাফেকবাদী বলেন নবী আমাদের মতো সাধারণ মাটির মানুষ। এটা কি কখনো মানা যাবে? নবী নিজেও বলেছেন আল্লাহর নূরের তৈরি তিনি। আবার আমাদের মহান সৃষ্টিকর্তাও বলেছেন যখন দুনিয়া
ছিলনা,আকাশ-বাতাস,পাহাড়-পর্বত,চন্দ্র ছিলনা তখন ছিলাম আমি আল্লাহ এক। নিজেকে নিজে প্রকাশ করার জন্য আমারই নূর হতে আমার বন্ধুকে সৃষ্টি করেছি।
মাহফিলে সার্বিক তত্ত¡াবধানের দায়িত্বে ছিলেন ইসদাইর দাফন কাফন কমিটির সভাপতি মোঃ শান্ত.সিনিয়র সহ-সভাপতি মোঃ স¤্রাট,সাধারণ সম্পাদক মোঃ
সাগর,সাংগঠনিক সম্পাদক মোঃ অপু ও মোঃ সোলেমান। পরিশেষে উপস্থিত মুসল্লীগনের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।