• আজ ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার তদন্ত শুরু করেছে সিআইডি

| নিউজ রুম এডিটর ৪:৩৪ অপরাহ্ণ | আগস্ট ৬, ২০২৫ সারাদেশ

ইবি প্রতিনিধি:গত ১৬ জুলাই দিবাগত রাতে ‘শ্বাসরোধে হত্যা’ করা হয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে। এ ঘটনার সত্যতা উন্মোচনের লক্ষ্যে ‘মৌখিত নির্দেশনায়’ তদন্ত শুরু করেছে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। ইতোমধ্যে তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। বুধবার (৬ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয় থানা সূত্রে এসব তথ্য জানা গেছে। একইসঙ্গে ইবি থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নিজেদের মত করে তথ্য সংগ্রহ করছেন।

থানা সূত্রে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ হত্যা ইস্যুতে তার বাবা আহসান হাবিবুল্লাহ ইবি থানায় গত ৪ আগস্ট মামলা দায়ের করে। তিনি সিআইডি এর মাধ্যমে তদন্ত সম্পন্ন করার দাবি জানান। সেই প্রেক্ষিতে সিআইডির হাতে তদন্তভার দেওয়ার প্রস্তুতি চলছে। লিখিত আদেশ প্রস্তুত করা দীর্ঘমেয়াদি হওয়ার কারণে মৌখিক আদেশের ভিত্তিতে সিআইডি তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, গত ১৭ জুলাই বিকেল পৌনে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ। সাজিদ আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পরে ৩ আগস্ট প্রাপ্ত ভিসেরা রিপোর্টে সাজিদকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে উল্লেখ করা হয়। তার মৃত্যুর সময় ছিল ১৬ জুলাই দিবাগত রাত সাড়ে ৩টা (আনুমানিক) উল্লেখ ছিল।