• আজ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ভারতের কড়া পদক্ষেপ, ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ | হাসিনার অনুগত দোসরকে কেন সুরক্ষা দেবেন উপদেষ্টা আসিফ | বান্ধবীর কাছে হিরো সাজতে কিশোর গ্যাং ‘হায়ার’ | গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেফতার | অস্ত্রবিরতি লঙ্ঘন করে ভারত-পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি | ‘অসাবধানতাবশত’ নিজ দেশেই বিমান হামলা চালাল ভারত! | ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন দলের আত্মপ্রকাশ | বর্তমান সরকারকেই ফ্যাসিস্টের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: রিজভী | ৫৮ ঘণ্টা পর অনশন ভাঙলেন কুয়েটের শিক্ষার্থীরা | পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ |

সিলেট জেলা জাতীয় পার্টি’র সভাপতি আলহাজ্ব কুনু মিয়ার মৃত্যুর সংবাদে মামাত্ব ভাইয়ের মৃত্যু

| নিউজ রুম এডিটর ৭:১৯ অপরাহ্ণ | অক্টোবর ২৪, ২০২২ সারাদেশ, সিলেট

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব কুনু মিয়ার মৃত্যুর সংবাদে কুনু মিয়ার আপন মামাত্ব ভাই গোলাপগঞ্জ উপজেলা বাঘা ইউনিয়নের উত্তরগাঁও (বড়বাড়ি) নিবাসি মরহুম হযরত মাওঃ তজম্মুল আলী দেওবন্দী (রাহঃ) এর সুযোগ্য ছেলে স্থানীয় দেওয়ানচক ও এখলাছপুর মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় হাফেজ মাওলানা মোঃ আব্দুস সালাম ২৩ অক্টোবর ২০২২ইং (রোববার) রাত ৮.২০ মিনিটে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।

২৪ অক্টেবার (সোমবার) বাদ যোহর উত্তরগাঁও জামে মসজিদ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সম্প্রতি সিলেট জেলা জাতীয় পার্টির বর্তমান সভাপতি আলহাজ্ব কুনু মিয়া লন্ডনের পুটিন এলাকায় ছেনজরচিফ হাসপাতালে গুরুত্বর অসুস্থ হয়ে চিকিৎসা দিন অবস্থায় মারা যান। কুনু মিয়া লন্ডনে পরিবারের সাথে অবস্থানকালে ১৯ (অক্টোবর) বুধবার বুকে ব্যাথা অনুভব করলে পরিবারের সদস্যরা হাসপাতালে চিকিৎসা নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরামর্শ দেন জরুরী ভিত্তি হাসপাতালে ভর্তি করার জন্য। পরে ২০ অক্টোবর বাংলাদেশ সময় দুপুরে ১২ টায় হার্ট ব্লক হওয়ার কারণে ওপেন সার্জারি করা হয়। তিনি দীর্ঘ দিন ধরে হার্টের বুকের ব্যথা ও কিডনি সমস্যায় ভোগছিলেন। অপারেশেন পর দুদিনেও জ্ঞান না ফেরায় ২৩ অক্টোবর ২০২২ ইং (শনিবার) লন্ডনের সময় রাত ১০ টায় আর বাংলাদেশ সময় ভোর ৩ টায় চিকিৎসা দিন অবস্থায় মৃত্যু বরণ করেন। কুনু মিয়ার মৃত্যুর খবর শোনার পর মাওলানা মোঃ আব্দুস সালাম তার নিজ মাদ্রাসা ও এলাকার বিভিন্ন মসজিদের বিশেষ মোনাজাত, কোরআনের খতম নিজে উপস্থিত থেকে পরিচালনা করেন। জানা যায়, কুনু মিয়ার আপন মামাত্ব ভাই হচ্ছেন মাওলানা মোঃ আব্দুস সালাম দু’জন বাল্যকাল থেকে এক সঙ্গে চলা ফেরা উঠাবসা করতেন । কুনু মিয়ার হঠাৎ মৃত্যুতে তিনি মানসিক শারিরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। তিনি ৬৮ বছর বয়সে নানা রোগে ভূগছিলেন।