• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  | প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা : প্রধান উপদেষ্টা | আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র | কেন প্রকাশ্যেই ভারতের পক্ষে দাঁড়িয়েছে ইসরাইল? | আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, যা জানাল ভারত | ফ্লাইটে উঠতে দেওয়া হলো না আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে | বেতন ও পদোন্নতি নিয়ে চিকিৎসকের সুখবর দিলেন স্বাস্থ্য উপদেষ্টা | রংপুরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বাসচাপায় একই পরিবারের নিহত ৩ |

সিলেট জেলা জাতীয় পার্টি’র সভাপতি আলহাজ্ব কুনু মিয়ার মৃত্যুর সংবাদে মামাত্ব ভাইয়ের মৃত্যু

| নিউজ রুম এডিটর ৭:১৯ অপরাহ্ণ | অক্টোবর ২৪, ২০২২ সারাদেশ, সিলেট

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব কুনু মিয়ার মৃত্যুর সংবাদে কুনু মিয়ার আপন মামাত্ব ভাই গোলাপগঞ্জ উপজেলা বাঘা ইউনিয়নের উত্তরগাঁও (বড়বাড়ি) নিবাসি মরহুম হযরত মাওঃ তজম্মুল আলী দেওবন্দী (রাহঃ) এর সুযোগ্য ছেলে স্থানীয় দেওয়ানচক ও এখলাছপুর মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় হাফেজ মাওলানা মোঃ আব্দুস সালাম ২৩ অক্টোবর ২০২২ইং (রোববার) রাত ৮.২০ মিনিটে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।

২৪ অক্টেবার (সোমবার) বাদ যোহর উত্তরগাঁও জামে মসজিদ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সম্প্রতি সিলেট জেলা জাতীয় পার্টির বর্তমান সভাপতি আলহাজ্ব কুনু মিয়া লন্ডনের পুটিন এলাকায় ছেনজরচিফ হাসপাতালে গুরুত্বর অসুস্থ হয়ে চিকিৎসা দিন অবস্থায় মারা যান। কুনু মিয়া লন্ডনে পরিবারের সাথে অবস্থানকালে ১৯ (অক্টোবর) বুধবার বুকে ব্যাথা অনুভব করলে পরিবারের সদস্যরা হাসপাতালে চিকিৎসা নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরামর্শ দেন জরুরী ভিত্তি হাসপাতালে ভর্তি করার জন্য। পরে ২০ অক্টোবর বাংলাদেশ সময় দুপুরে ১২ টায় হার্ট ব্লক হওয়ার কারণে ওপেন সার্জারি করা হয়। তিনি দীর্ঘ দিন ধরে হার্টের বুকের ব্যথা ও কিডনি সমস্যায় ভোগছিলেন। অপারেশেন পর দুদিনেও জ্ঞান না ফেরায় ২৩ অক্টোবর ২০২২ ইং (শনিবার) লন্ডনের সময় রাত ১০ টায় আর বাংলাদেশ সময় ভোর ৩ টায় চিকিৎসা দিন অবস্থায় মৃত্যু বরণ করেন। কুনু মিয়ার মৃত্যুর খবর শোনার পর মাওলানা মোঃ আব্দুস সালাম তার নিজ মাদ্রাসা ও এলাকার বিভিন্ন মসজিদের বিশেষ মোনাজাত, কোরআনের খতম নিজে উপস্থিত থেকে পরিচালনা করেন। জানা যায়, কুনু মিয়ার আপন মামাত্ব ভাই হচ্ছেন মাওলানা মোঃ আব্দুস সালাম দু’জন বাল্যকাল থেকে এক সঙ্গে চলা ফেরা উঠাবসা করতেন । কুনু মিয়ার হঠাৎ মৃত্যুতে তিনি মানসিক শারিরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। তিনি ৬৮ বছর বয়সে নানা রোগে ভূগছিলেন।