

বাংলাদেশ আমার বাংলাদেশ
এটি কি শুধু একটি মানচিত্র ?
নাকি ১ লক্ষ ৪৭ হাজার বর্গমাইলের একটি বৃত্ত?
এটি হলো একটি স্বাধীন সার্বভৌমত্ব।
১৯৪৭ থেকে ১৯৭১
চলেছে ধারাবাহিক আন্দোলন,
কখনো ভাষা, কখনো মানচিত্র
একই জালে আবৃত্ত।।
হায়নার রূপে ছিল পাকিস্তানী গোষ্ঠি
বাঙ্গালীরা ছাড়েনি হাতের মুষ্ঠি,
৩০ লক্ষ শহীদের রক্ত, মা বোনের ইজ্জতের দামে
নতুন একটি মানচিত্র করেছে সৃষ্টি।।
নেতৃত্বে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার খোকাবাবু
শেখ মুজিবুর রহমান
৫০ দশকের মিয়া ভাই
৬৯-এ রূপান্তরিত বঙ্গবন্ধু উপাধিতে।।
কারাগারেই যার ছিল নিবাস
মাঝে মধ্যে নির্গত কারাগার থেকে বাহিরে,
মাটির টানে আর মানুষের মমতায়
এটাই ছিল তার অতৃপ্ত সুখ।।
রাজনীতিতে হাতেখড়ি হোসেন শহীদ সোহরাওয়াদী
আরো ছিলো মাওলানা ভাষানী,
নানা ভাই শেরে বাংলা ফজুলল হক
এক সময় তাদের প্রস্থান
ভরাক্রান্ত মন নিয়ে নিজেই ধরেছিল হাল
ভারত পাকিস্তান গড়াতেও যার ছিল অবদান
নাম তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।।
বাংলাদেশ আমার বাংলাদেশ
রক্তে লেলিহান শিখায় অগ্নিঝড়া ৯ মাস
বুক পেতেছে সাড়ে সাত কোটি বাঙ্গালী
নিয়েছে কেড়ে ৩০ লক্ষ তাজা প্রাণ
লুটেছে মা বোনদের ইজ্জত
তবুও বাঙ্গালী ছাড়েনি হাল
তুলেছে বিজয়ের পাল
হাসি আর উল্লাসে
সব কিছু করেছে বেগবান।
লেখক কবি ঃ জসিম মজুমদার