• আজ ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দর্শনা থানা পুলিশের অভিযানে ০১ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত পাখি ভ্যান উদ্ধার। গ্রেফতার ০১ জন

| নিউজ রুম এডিটর ৭:১৩ অপরাহ্ণ | নভেম্বর ১৮, ২০২২ সারাদেশ

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃচুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীরের নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) আহম্মেদ আলী বিশ্বাস, এএসআই(নি:) মো: তুহিন হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন আকন্দবাড়ীয়া গ্রামস্থ জনৈক মুকুল হোসেনের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে ১৮.১১.২০২২ সময় সকাল ০৯.৩০ ঘটিকার সময় ০১ (এক) কেজি গাঁজাসহ দর্শনা থানার ঈশ্বরচন্দ্র গ্রামের মোঃগোলাম হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৪০) হোসেন,কে গ্রেফতার করেন।গ্রেফতার কৃত এর কাছ থেকে পাখি ভ্যানের নীচে খাচার মধ্যে হতে নিজ হাতে এক কেজি গাঁজা বের করে দেন।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান ।