• আজ ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

এস জে এফ নেপাল চ্যাপ্টার তার সচিবালয় গঠন করেছে

| নিউজ রুম এডিটর ১০:১৩ অপরাহ্ণ | ডিসেম্বর ১০, ২০২২ গণমাধ্যম

কাঠমান্ডু: সার্ক সাংবাদিক ফোরামের নেপাল চ্যাপ্টারের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে আজ তাদের ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

নেপাল চ্যাপ্টারের সাংগঠনিক বিভাগের প্রধান রূপেশ আচার্যের মতে, সচিবালয়, চ্যাপ্টারের সমন্বয়কারী প্রকাশ সিলওয়ালের নেতৃত্বে থাকবেন।

ফোরামের আন্তর্জাতিক সভাপতি রাজু লামা, মনোনীত সাংগঠনিক বিভাগের প্রধান রূপেশ আচার্য্য, প্রচার বিভাগের প্রধান রত্না কাজী মহারজন এবং সচিবালয়ের সদস্য হিসেবে অর্থনৈতিক বিভাগের প্রধান সুরেন্দ্র ভক্ত শ্রেষ্ঠের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন।

একইভাবে, জার্নো নৃপেন্দ্র লাল শ্রেষ্ঠ, কবিতা থাপা, সুনীল মহারজান এবং মাধব তিওয়ারিও সচিবালয়ের সদস্য হিসাবে মনোনীত হয়েছেন। বৈঠকে খুব শিগগিরই সচিবালয়ের বাকি পাঁচ সদস্যের আসন পূরণের সিদ্ধান্ত হয়।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, অধ্যায়টি এস জে এফ ফোরামের আসন্ন আন্তর্জাতিক সম্মেলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে যা জানুয়ারিতে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে।

খুব অল্প সময়ের মধ্যে,সিদ্ধান্ত অনুযায়ী সচিবালয় নেপাল চ্যাপ্টার থেকে অংশগ্রহণকারীদের নামের তালিকা চূড়ান্ত করবে।