খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার প্রখ্যাত মাদক ব্যবসায়ী মবু ডাকাত (৫০) কে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ।
কিশোরগঞ্জ থানা সূত্রে জানা গেছে,কিশোরগঞ্জ থানায় ২০২১ সালে একটি মাদক ও অস্ত্র মামলা করে পুলিশ। মামলা নং-(জিআর ১০/২১) । ওই উপজেলার পুটিমারী ইউনিয়নের উত্তর কালিকাপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের পূূত্র মবু ডাকাত। সেই মামলায় দীর্ঘদিন থেকে আদালতে হাজিরা না দেয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
কিশোরগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (এস আই) নোমানসহ একদল দক্ষ পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মবুকে তার বাড়ী থেকে মবুকে গ্রেফতার করে। মবু ডাকাতের নামে থানা ও কোর্টে ৩৬ টি মামলা চলমান আছে বলে জানান পুলিশ কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।