• আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে ৩ ডজন মামলার আসামী মবু গ্রেফতার

| নিউজ রুম এডিটর ৫:০১ অপরাহ্ণ | ডিসেম্বর ২১, ২০২২ সারাদেশ

খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার প্রখ্যাত মাদক ব্যবসায়ী মবু ডাকাত (৫০) কে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ।
কিশোরগঞ্জ থানা সূত্রে জানা গেছে,কিশোরগঞ্জ থানায় ২০২১ সালে একটি মাদক ও অস্ত্র মামলা করে পুলিশ। মামলা নং-(জিআর ১০/২১) । ওই উপজেলার পুটিমারী ইউনিয়নের উত্তর কালিকাপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের পূূত্র মবু ডাকাত। সেই মামলায় দীর্ঘদিন থেকে আদালতে হাজিরা না দেয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

কিশোরগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (এস আই) নোমানসহ একদল দক্ষ পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মবুকে তার বাড়ী থেকে মবুকে গ্রেফতার করে। মবু ডাকাতের নামে থানা ও কোর্টে ৩৬ টি মামলা চলমান আছে বলে জানান পুলিশ কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।