• আজ ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে এশিয়ান টিভি‘র ১০ম বর্ষপূর্তি পালিত

| নিউজ রুম এডিটর ৭:২১ অপরাহ্ণ | জানুয়ারি ১৮, ২০২৩ গণমাধ্যম

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ “দশ পেরিয়ে এগারোতে পর্দাপণ সবার সাথে এশিয়ান টেলিভিশন” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এশিয়ান টিভির ১০ম বর্ষপূর্তি পালিত হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকতা রাফিউল আলম। অনুষ্ঠানে এশিয়ান টিভির ঘোড়াঘাট প্রতিনিধি মোহাম্মদ সুলতান কবির এর সভাপতিত্বে ও সাংবাদিক মনোরঞ্জন মোহন্ত ভুট্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট প্রেসক্লাবের সদস্য সচিব আরিফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান সহ আরও অনেকে। বক্তারা এশিয়ান টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে এশিয়ান টেলিভিশন দূর্বার গতিতে এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা করেন।

এ সময় অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার সরকার, সিনিয়র সাংবাদিক একরামুল হক, সামসুল ইসলাম সামু, শফিকুল ইসলাম, রাফছানজানি শুভ, মঞ্জুরুল ইসলামসহ ঘোড়াঘাট প্রেস ক্লাবের সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।