• আজ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত |

মোহনা’র ১৫০তম আসর উপলক্ষে গাইবান্ধায় থাকছে দু’দিনের বর্নাঢ্য আয়োজন

| নিউজ রুম এডিটর ৬:৫১ অপরাহ্ণ | জানুয়ারি ১৯, ২০২৩ সারাদেশ

আশরাফুল ইসলাম গাইবান্ধা :: গাইবান্ধা জেলায় একমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান মাসিক মোহনার ঐতিহ্য গৌরবের ১৫০ তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘তিন দশকের স্বপ্নযাত্রা’ এই শ্লোগাণকে সামনে রেখে গাইবান্ধা তথা দেশের একমাত্র নিয়মিত জনপ্রিয় মাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মোহনা’র ১৫০তম আসর উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে দু’দিনের বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন শুরু হয়েছে।

সকাল ১১টায় এ উপলক্ষে গাইবান্ধা পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে গাইবান্ধা শহর প্রদক্ষিন করে। ব্যান্ডের তালে তালে সংস্কৃতিক কর্মীরা নেচে গেয়ে শহরবাসীকে মাতিয়ে তুলেন। এর আগে শোভাযাত্রা পূর্ব উদ্বোধনী অনুষ্ঠানে সম্মিলক কন্ঠে ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ সঙ্গীত পরিবেশিত হয়। শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন মোহনার সংগঠক শিল্পী প্রমতোষ সাহা। পরে মোহনার পরিচালক শাহ মশিউর রহমান দু’দিনের কর্মসূচির উদ্বোধন ঘোষনা করেন। বাউল শিল্পী লাসেন মিয়ার বাংলা ঢোলের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয় এই কর্মসূচি।

দু’দিনের কর্মসূচির প্রথমদিন আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে গুণীজন সম্মাননা ও সংগীত অনুষ্ঠান। এতে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান । আগামীকাল শুক্রবার সন্ধ্যায় পৌরপার্কের শহীদ মিনারে দেশের প্রখ্যাত শিল্পীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হবে ‘ভাওয়াইয়া উৎসব’। বিশিষ্ট সাংবাদিক ডিবিসি নিউজের সম্পাদক ও উদীচী’র সাবেক সংগঠক প্রণব সাহা এটি উদ্বোধন করবেন বলে জানান এ সংগঠনটি।