• আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জ থেকে জাল নোটসহ স্করপিওতে ভারত থেকে আসা দুই ব্যক্তিকে আটক করা হয়েছে

| নিউজ রুম এডিটর ৯:৫০ পূর্বাহ্ণ | মে ৭, ২০২৩ আন্তর্জাতিক

ভারত থেকে জাল নোট নিয়ে নেপালে আসা দুই ব্যক্তিকে বীরগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ।ভারতীয় নম্বর প্লেট সংবলিত স্করপিও গাড়িতে চড়ে ভারত থেকে নেপালে প্রবেশকারী বীরগঞ্জ ১৬ থেকে দুইজনকে আটক করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে 34 বছর বয়সী আনন্দবর্ধন সিং, মধুবনি গ্রামের বাসিন্দা, 12 নং ওয়ার্ড, গোদাউতা পৌরসভা, সরলাহি এবং ওমপ্রকাশ সাহ (36, 36, পারওয়ানিপুর গ্রামীণ পৌরসভার বাসিন্দা, 3 নং ওয়ার্ড, বড়া৷

তাদের কাছ থেকে ৪ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের নেপালি ১০০০ মূল্যের ৪৫০টি জাল এবং ৫০০ মূল্যের ৭২টি জাল নোট উদ্ধার করা হয়েছে বলে জানান পারসার পুলিশ সুপার কোমল শাহ।

বিশেষ নজরদারির ভিত্তিতে মোতায়েন পুলিশ দল বীরগঞ্জ ১৬ নম্বরে অবস্থিত ৪০ ফুট সড়কে বিআর ০১ পিজি ৬৫৭৭ নম্বরের স্করপিও গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালায়। পুলিশ সুপার শাহ জানান, স্করপিওটির ভেতরের সাদা প্লাস্টিকের ব্যাগ থেকে ওই পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, তাদের কাছ থেকে দুই লাখ নেপালি রুপিও উদ্ধার করা হয়েছে।

শাহ জানান যে জাল নোট সহ গ্রেপ্তার হওয়া দুইজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং আরও তদন্ত চলছে।