• আজ ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 মধ্যরাতে চরমোনাই পিরের দরবারে এনসিপির নেতারা | বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু |

মানুষ শেখ হাসিনা সরকারের উন্নয়নে বিশ্বাসী দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের চেষ্টায় বিএনপি জামাত – গাইবান্ধায় শান্তি সমাবেশে সুজিত রায় নন্দী

| নিউজ রুম এডিটর ১২:৩৭ অপরাহ্ণ | মে ২৮, ২০২৩ বিএনপি, রাজনীতি

আশরাফুল ইসলাম গাইবান্ধা:বিএনপি কতৃক প্রকাশ্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকি ও সারাদেশের সন্ত্রাস, নৈরাজ্য, ষড়যন্ত্রমুলক অপরাজনীতির প্রতিবাদে গাইবান্ধায় বিশাল শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, মানুষ বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নে বিশ্বাসী আর দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের জন্য আবারো নানা ভাবে ষড়যন্ত্র ও আগুণ সন্ত্রাস চালিয়ে যাচ্ছে বিএনপি জামাত । তাদের আগুণ সন্ত্রাস রুখে দিতে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের সর্বদা জাগ্রত থাকতে হবে৷ স্বাধীনতার চেতনায় উজ্জীবিত প্রতিটি মানুষ অপশক্তির অপরাজনীতি রুখে দিতে প্রস্তুত রয়েছে এবং তাদের দেশ বিরোধী রাজনীতি নিষিদ্ধ করার জন্য আজ সময়ে দাবীতে পরিণত হয়েছে৷

গাইবান্ধা পৌরপার্কের গাইবান্ধা জেলা আওয়ামীলীগের আয়োজনে আজ ২৭ মে শনিবার সকাল ১১ ঘটিকায় এ শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা সুজিত রায় নন্দী।

জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজ্জাম্মেল হক মন্ডলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি। আরো বক্তব্য রাখেন জেলা ও জেলার অন্যান্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণসহ জেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।