• আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

জীবননগর উথলীতে ড্রাগন বাগানে বৈদ্যুতিক মোটর বন্ধ করতে গিয়ে একজনের মৃত্যু

| নিউজ রুম এডিটর ৪:১৭ অপরাহ্ণ | মে ৩১, ২০২৩ সারাদেশ

মো:তারিকুর রহমান স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গার জেলার জীবননগর উপজেলার উথলী গ্রামে ড্রাগন বাগানের বৈদ্যুতিক মোটরের সুইস বন্ধ করতে গিয়ে আবু বক্কর ওরফে টুলু (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার (৩০ মে) বিকালে উথলী গ্রামের ঘোপের মাঠ নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর ওরফে টুলু উথলী গ্রামের ফার্মগেট পাড়ায় মৃত মেছের মন্ডলের ছেলে।নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় আজ (মঙ্গলবার) সকালে ড্রাগন বাগানে কাজ করার উদ্দেশ্যে বের হয় টুলু মিয়া। অন্যান্য শ্রমিকেরা কাজ শেষ করে দুপুরে বাড়িতে চলে আসে। বৈদ্যুতিক মোটর দিয়ে ড্রাগন বাগানে পানি দিয়ে বিকেলে বাড়িতে ফেরার কথা ছিলো টুলু মিয়ার। বাড়ি ফিরতে দেরি করায় পরিবারের লোকজন ড্রাগন বাগানে গিয়ে তাকে বৈদ্যুতিক মোটরের সুইসের পাশে মৃত অবস্থায় দেখতে পায়। মরদেহের হাতে ও পেটে বিদ্যুৎস্পৃষ্টের চিহ্ন রয়েছে।

উথলীর জাফর আলী জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু বক্কর ওরফে টুলুর মৃত্যু হয়েছে বলে শুনেছি।