• আজ ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন | ইসরাইলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, পাঠিয়েছে শত শত ড্রোন |

অটো রিকশা-বাস সংঘর্ষে প্রাণ গেল যাত্রীর

| নিউজ রুম এডিটর ১২:৫৫ অপরাহ্ণ | জুন ১৩, ২০২৩ সারাদেশ

আরিফুর রহমান, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে ব্যাটারিচালিত অটো রিকশার সাথে বাসের ধাক্কায় তাসলিমা বেগম (৫০) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অটোচালকসহ আরও ৩ ব্যক্তি আহত হয়েছেন।

সোমবার(১২ জুন) রাত ৭ টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহা সড়কের উপজেলার বাশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।রাজাপুর থানার উপ-পরিদর্শক(এসআই)সঞ্জীব কুমার পালহান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ওই নারী পিরোজপুরের কউখালি উপজেলার কাঠালিয়া গ্রামের বাসিন্দা ফরায়েত খানের স্ত্রী। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করে দেয়। আহতরা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

রাজাপুর থানার এসআই সঞ্জীব পালহান স্থানীয়দের বরাত দিয়ে জানান, ঢাকাগামী আলিফ পরিবহনের একটি যাত্রীবাহি বাস রাজাপুরগামী অটোরিকশাটিকে সামনাসামনি ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক নারী নিহত হয় এবং অটোরিকশার চালকসহ আরও ৩ জন আহত হন। ঘটনার পর চালক ও বাসটি ঝালকাঠি থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।