

সিরাজগঞ্জের সলঙ্গায় ১৩৮ গ্রাম হেরোইনসহ মোঃ রেজাউল করিম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২।
বুধবার (১৪ জুন) বিকেল ৪ টায় গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়- বুধবার দুপুর সাড়ে ১২ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব ১২’র স্পেশাল কোম্পানির চৌকষ অভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচর নিউ রুপালী হোটেলের সামনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৩৮ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তার সাথে থাকা মাদক ক্রয়/বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন এবং নয় হাজার টাকা জব্দ করেছে।
র্যাব আরো জানায়, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল।
আটক মাদক ব্যবসায়ী হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মানিকচর গ্রামের, মকবুল হোসেনের ছেলে রেজাউল করিম (৫২)।
আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন, র্যাব-১২’র সিপিএসসি কোম্পানি কমান্ডার, মোঃ আবুল হাসেম সবুজ।