ভারতে দুই বাসের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত এবং সাতজন আহত হয়েছেন। দেশটির উড়িষ্যা রাজ্যে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। একটি বরযাত্রীবাহী বাসের সঙ্গে অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, রোববার উড়িষ্যার ব্রহ্মপুর এলাকায় ঘটে এ ঘটনা। এদিন স্থানীয় সময় রাতে ব্রহ্মপুর তপ্তপনি রোড দিয়ে দিগপহন্ডীর দিকে যাচ্ছিল বরযাত্রী বহনকারী বাসটি। বাসটি ব্রহ্মপুর এলাকায় পৌঁছালে উলটো দিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে সেটির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায়।
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বাস দুটি থেকে আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ১২ জনের মধ্যে সাতজনই ছিলেন একই পরিবারের।
খবরে বলা হয়েছে, এ ঘটনায় আহতদের চিকিৎসার জন্য উড়িষ্যার বিশেষ ত্রাণ কমিশনের পক্ষ থেকে ৩০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।