

রক্তপাত এড়ানোর জন্য ওয়াগনারের যোদ্ধা ও কমান্ডারদের ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া টিভি ভাষণে তিনি জানিয়েছেন, ওয়াগনার যোদ্ধারা চাইলে তিনি তাদের বেলারুশে স্থানান্তরিত করার ব্যবস্থা করবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তাদের চুক্তির ব্যবস্থাও করবেন।
পুতিন বলেন, তার সরাসরি নির্দেশে ভাগনারের বিদ্রোহের সময় পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে ওয়াগনার বাহিনী সরে দাঁড়িয়েছে। প্রিগোজিন বেলারুশে নির্বাসনে গেছেন।
দীর্ঘ বক্তব্যে পুতিন বলেছেন, আমরা জানি ওয়াগনারের সেনা ও কমান্ডারদের বেশিরভাগেই রাশিয়ার দেশপ্রেমিক। তারা জনগণ ও রাষ্ট্রের প্রতি নিজেদের নিবেদিত করেছে। ইউক্রেনে সাহসী যুদ্ধের মাধ্যমে এটি প্রমাণও করেছে তারা।
ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিনের নাম সরাসরি উচ্চারণ করেননি পুতিন। তবে তিনি জানিয়েছেন, বিদ্রোহী নেতারা দেশের সঙ্গে বেঈমানি করেছেন, নিজ সেনাদের ভুল পথে চালিত করেছেন এবং মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন।