

গোপালগঞ্জে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে হতাহতদের দেখতে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গেছেন জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল। এ সময় নিহতদের পরিবারকে ২৫ হাজার ও আহতদের ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা করার ঘোষণা দেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জুবায়ের আহমেদ।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পূর্ব মিয়াপাড়া এলাকায় অ্যাম্বুলেন্সের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- খুলনার সামচুল হক রোডের বাসিন্দা সামচুল আলম, রাজবাড়ীর কালুখালীর বোয়ালপাড়া গ্রামের গুলজার খানের ছেলে অ্যাম্বুলেন্স চালক মমিন (৪০), পটুয়াখালীর দুমকি উপজেলার জুয়েল (৩০) ও রাজবাড়ীর ফয়সাল (৩৫)।
আহতরা হলেন- মো. কামাল হোসেন (৪০) মোহাম্মাদ আলী শেখ (৬০) ও বায়েজিদ সিকদার (২৮)। তারা সবাই ঢাকার কেরানীগঞ্জের মডার্ন সাইকিয়াট্রিক হাসপাতালের স্টাফ।
গোপালগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মারিদুল ইসলাম বলেন, সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পূর্ব মিয়াপাড়া এলাকায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
তিনি আরও বলেন, খুলনা থেকে মানসিক রোগী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। এ সময় খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালক মারা যান। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।