• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

‘মনের মতো’ স্বামী খুঁজে দিলে সাড়ে ৫ লাখ টাকা পুরস্কার!

| নিউজ রুম এডিটর ৬:২৩ অপরাহ্ণ | জুলাই ১২, ২০২৩ আন্তর্জাতিক

কে বলেছে টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না! সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক নারী ঘোষণা করেছেন, যে তাকে মনের মতো পাত্র খুঁজে দিতে পারবে, তাকেই তিনি ৫ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৫ লাখ) টাকা উপহার দেবেন।

৩৫ বছর বয়সি ওই নারীর নাম ইভ টিলে কোলসন। তিনি লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা। পেশায় আইনজীবী।

নিউইয়র্ক পোস্টকে ইভ বলেন, আমি প্রথমে আমার বন্ধুদের কাছে এই কথা বলি। পরে ভাবলাম, আমার সোশ্যাল মিডিয়া (টিকটক) বন্ধুদের এই প্রস্তাবটি দিলে কেমন হয়।

জুন মাস থেকে পাত্র বাছাই করার পর্ব শুরু করেন স্বর্ণকেশী ইভ। তার এক লাখ টিকটক অনুসারীদের প্রতিশ্রুতি দেন, ‘আপনি যদি আমার স্বামীর সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেন এবং আমি তাকে বিয়ে করি, আমি আপনাকে ৫ হাজার ডলার দেব।

এর মধ্যে ২০ থেকে ২৫ জনের সম্বন্ধও আসে ইভের জন্য। তবে এখনও তিনি কারো সঙ্গে ডেটিংয়ে যাননি।

ইভ আরও জানান, অনেকেই তাকে সাহায্যের জন্য এগিয়ে আসছেন, তবে তারা সফল হচ্ছেন না। তিনি বলেন, পাঁচ বছর ধরে আমি একা আছি। বিভিন্ন অ্যাপের মাধ্যমে বেশ কিছু ছেলের সঙ্গে পরিচয় হয় বটে, তবে লাভ হয় না।

‘কোভিডের পর থেকে ডেটিং সংস্কৃতিতে বড় পরিবর্তন এসেছে। এখন ডেটিং অ্যাপে কেউই সম্পর্ক করার বিষয়ে আগ্রহী নয়। তারা ঘুরতে-ফিরতে, মজা করতেই বেশি আগ্রহী’, মনে করেন তিনি।

পাত্র কেমন হবে, তাও সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেছেন ইভ। তিনি জানান, পাত্রকে অবিবাহিত হতে হবে। বয়স হতে হবে ২৭ থেকে ৪০ এর মধ্যে। উচ্চতা ৫ ‌ফুট ১১ ইঞ্চি কিংবা তার বেশি। হাসিখুশি স্বভাবের হতে হবে। এছাড়া তাকে খেলা, পশুপাখি ও বাচ্চায় আগ্রহ থাকতে হবে।

‘তাই, আপনি যদি আমাকে তার (পাত্র) সঙ্গে দেখা করতে সহায়তা করেন তবে টাকাগুলো কিন্তু আপনার’।