• আজ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত |

বিএনপির পদযাত্রায় আওয়ামী লীগের হামলা, আহত ২৫

| নিউজ রুম এডিটর ৭:৩৮ অপরাহ্ণ | জুলাই ১৮, ২০২৩ বিএনপি, রাজনীতি

জয়পুরহাটে বিএনপির পদযাত্রায় আওয়ামী লীগের ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় উভয় পক্ষে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে আওয়ামী লীগের কর্মীরা বিএনপির জেলা কার্যালয় ব্যাপক ভাঙচুর করে। এ সময় পুলিশ শর্টগানের ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে পরিস্থিতি স্বাভাবিক হয়। সংঘর্ষে উভয় দলের কমপক্ষে ২৫ জন আহত হয়। আহতদের জয়পুরহাট জেলা আধুনিক ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। মঙ্গলবার বিকেল পৌনে ৫টা থেকে ৬টা পর্যন্ত সংঘর্ষের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও পুরানাপৈল ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা, জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদ হাসান পবন,কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ ও সার্জিল আহম্মেদ ইফাদ, সহ-সভাপতি মাহমুদুল হাসান, পৌর ছাত্রলীগের সভাপতি আবু কাহার, পৌর ছাত্রলীগ সদস্য তৃষাণ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রায়হান উজ্জল প্রধান, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধান, সরকারি কলেজ শাখার সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী, শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আল-আমিন, জেলা যুবদলের সদস্য রেজাহাত হোসেন রনি, জেলা যুবদলের সদস্য রাসেল তালুকদারসহ অন্যরা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেলে আওয়ামী লীগ জয়পুরহাট কেন্দ্রিয় মসজিদ সংলগ্ন জেলা কার্যালয়ের সামনে বিকেল চারটায় শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার আয়োজন করে। সেখানে থেকে শান্তি মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণের পর পৌনে ৫টার দিকে জেলা কার্যালয়ে ফেরার পথে রেল লাইনের পূর্বপাশে প্রধান সড়কে অবস্থান নেয়। একই সময় শহরের নতুনহাট থেকে বিএনপির নেতা-কর্মীরা স্টেশন রোড হয়ে পদযাত্রা নিয়ে তাদের পার্টি অফিসের পাশে রেলগেট এলাকায় এসে রেললাইনের পশ্চিম অংশে প্রধান সড়কে মাত্র বিশগজ সামনে অবস্থান নেয়। তারা সরকার বিরোধী স্লোগান দিতে থাকলে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির নেতা-কর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়লে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষে পথচারীসহ বিএনপি ও আওয়ামী লীগের অন্তত ২৫ জন নেতা-কর্মী ও অজ্ঞাত পথচারী আহত হয়েছে। সংঘর্ষের এক পর্যায়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির জেলা কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় পুলিশ শর্টগানের ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে পরিস্থিতি স্বাভাবিক হয়। শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
জেলা বিএনপির আহবায়ক মাসুদ রানা প্রধান বলেন, শান্তিপূর্ণভাবে পদযাত্রা শেষ করে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীরা অবস্থান নেয়। এ সময় অতর্কিতভাবে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বিনা উস্কানিতে ইটপাটকেল ছুঁড়ে দলীয় কার্যালয়ের সম্পূর্ণ আসবাব-পত্র ভাঙচুর করে। এ সময় পুলিশের রাবার বুলেটে ১০-১২ জনসহ ২৫জন নেতা-কর্মী আহত হয়েছে।

তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল বলেন, শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা শেষে আমরা আমাদের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার সময় শোভাযাত্রার পিছনের অংশের নেতা-কর্মীর ওপর বিএনপির নেতা-কর্মীরা রেললাইনের পাথর ছুঁড়লে সংঘর্ষ হয়। এতে আমাদের অন্তত ১০-১৫ জন নেতা-কর্মী আহত হয়।

পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে।