• আজ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  |

বন্দরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিয়ন’র স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ১১:৩০ পূর্বাহ্ণ | জুলাই ১৯, ২০২৩ জাতীয়

বন্দর উপজেলা শিল্পকলা একাডেমি’র সদস্য নিশান্ত আর রাহমান যোনেক্স’র পিতা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গুন গুন মাল্টি মিডিয়ার কর্ণধার সফিকুর রহমান লিয়ন’র বিদেহী রুহের মাগফেরাত কামনায় ‘মিডিয়া ভিশন কালচারাল একাডেমি আয়োজিত স্মরনসভা,মিলাদ ও দোয়ার মাহফিল মঙ্গলবার বাদ আছর বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। একাডেমি’র চেয়ারম্যান সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাব্বির আহমেদ সেন্টু’র সভাপতিত্ব ও সঞ্চালনায় দোয়াপূর্বক স্মরনসভায় মরহুমের জীবদ্দশার উপর গুরুত্বপূর্ণ আলোকপাত করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও কলামিষ্ট ফরিদ আহমেদ রবি। এতে পর্যায়ক্রমে স্মৃতিচারণ করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক, বন্দর উপজেলা শিল্পকলা একাডেমি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নূর,সাবেক কার্যনির্বাহী সদস্য ও শিল্পকলা একাডেমি’র সংগীত শিক্ষক মিতু মোর্শেদ, রেল পরিবার’র প্রতিষ্ঠাতা আজাদ মাহমুদ ওসমানী,বাংলাদেশ টেলিভিশন ও বেতার’র কন্ঠ ও যন্ত্রশিল্পী রাজু আহাম্মেদ,রেফারেন্স সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ মিতু মোর্শেদ,রংধনু সংসদ’র প্রতিষ্ঠাতা মফিজুর রহমান মফিজ,নারায়ণগঞ্জ নাট্যাঙ্গন’র সাধারণ সম্পাদক খবির আহাম্মদ,বন্দর নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া শহীদ ও মরহুমের একমাত্র পুত্র সন্তান নিশান্ত আর রাহমান যোনেক্স।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-মহাদেশের এক সময়কার প্রখ্যাত কন্ঠশিল্পী নাজমা সুলতানা,নারায়ণগঞ্জ মহানগর মহিলা আওয়ামীলীগ নেত্রী হোসনে আরা বেগম,বাংলাদেশ বেতার ও টেলিভিশন’র কন্ঠশিল্পী গোলাম রসুল আজাদ, জাতীয় দৈনিক মানবতার কন্ঠ’র নির্বাহী সম্পাদক ইমরান হোসাইন আকাশ,শহীদ সোহরাওয়ার্দী ক্লাবের অর্থ সম্পাদক সৈয়দ আবুল কাশেম,সদস্য মোঃ জাকির হোসেন,রমজান হোসেন প্রমুখ। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন আকরাম হোসেন ও সুভাষ চন্দ্র দাস। স্মরনসভায় বক্তারা বলেন,সফিকুর রহমান লিয়ন কেবল একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বই ছিলেন তিনি ছিলেন একজন্য সদা হাস্যোজ্জল স্পষ্টভাষী ব্যক্তি। তার অকাল বিয়োগ কখনোই পূরণ হওয়ার নয়। বক্তারা আরো বলেন,লিয়ন তার কর্মের মাঝেই সারাজীবন বেঁচে থাকবেন। আমরা তার বিদেহী রুহের মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গবীর সমবেদনা জ্ঞাপন করছি।