• আজ ১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 এমন বাংলাদেশ চাই, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান : নাহিদ ইসলাম | আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি এআই: সিইসি | ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির আহ্বান ২২০ ব্রিটিশ এমপির, চাপ বাড়ছে স্টারমারের ওপর | গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ৫ | সরকারের পক্ষপাতদুষ্ট আচরণ স্পষ্ট : ভিপি নুর | দিল্লিতে সংবাদ সম্মেলন ঘোষণা দিয়ে পিছু হটল আ. লীগ | ‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না’ | রাশিয়ায় বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ | বিমান বিধ্বস্ত ঢাকায় এসেছেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক দল | ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা : হাসনাত আবদুল্লাহ |

পিরোজপুরে বিএনপির ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

| নিউজ রুম এডিটর ২:৩৩ অপরাহ্ণ | জুলাই ১৯, ২০২৩ বিএনপি, রাজনীতি

পিরোজপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে পুলিশের উপরে হামলার ঘটনায় দলের ৩৮০ জন নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) রাতে পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাকসুদুর রহমান বাদী হয়ে থানায় এ মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে।

এদিকে মামলায় পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুসহ নামীয় ৮০ জন এবং অজ্ঞাত ২০০/৩০০ জন বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হাসান জানান, মঙ্গলবার শহরের সার্কিট হাউজ সড়কে বিএনপির পদযাত্রা চলাকালীন নেতাকর্মীরা পুলিশের উপর লাঠি নিয়ে আক্রমণ করনে এবং ইট ছুড়তে থাকে। এ ঘটনায় পুলিশের ৭ সদস্য আহত হয়। তাদের পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এ হামলার ঘটনায় পিরোজপুর সদর থানার এসআই মাকসুদুর রহমান বাদী হয়ে রাতেই থানায় মামলা দায়ের করে।

তবে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন জানান, পুলিশ জেলা বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় লাঠিচার্জ করেছে। এতে তাদের ১০/১২ জন নেতাকর্মী আহত হয়েছেন।