• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

ঘোড়াঘাটে আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ৮:০৩ অপরাহ্ণ | জুলাই ২০, ২০২৩ আওয়ামী লীগ, রাজনীতি

বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দিনাজপুর-৬ আসনের টানা দ্বিতীয় বারের সংসদ সদস্য শিবলী সাদিক এর মাধ্যমে ঘোড়াঘাট উপজেলায় সরকারের সকল উন্নয়ন ও সেবামুলক কর্মকান্ড জনসাধারণের দোরগোড়ায় পৌছানোর লক্ষ্যে দিনাজপুরের ঘোড়াঘাটে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়ন পরিষদ চত্বরে ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টুর আয়োজনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত কর্মী সমাবেশে ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ কবির এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঘোড়াঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা কৃষক লীগের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন ও সেবামুলক কর্মকান্ড তুলে ধরে আগামীতে আবারও আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মাজেদা বেগম, উপজেলা যুবলীগ নেতা লাবু মিয়া, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মুরাদ মন্ডল, ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রায় ২ হাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন।