• আজ ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 আওয়ামী লীগ কি নিষিদ্ধ হচ্ছে, যা জানালেন আসিফ মাহমুদ | দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: প্রধান উপদেষ্টা | জামাতার স্বপ্ন পূরণেই কি ‘গাজা দখল’ নিতে চান ট্রাম্প? | আনিসুল হকের ‘বান্ধবী’ তৌফিকার দেশত্যাগে নিষেধাজ্ঞা | প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন মনির হায়দার | ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি | ‘হাসিনা তুমি এই প্রজন্মের সঙ্গে বিট্রেই করে ভুল করেছো’ | ‘কাউয়া কাউয়া’ স্লোগানে ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর, আগুন | হাসিনার ভাষণে ক্ষুব্ধদের ‘৩২ নম্বর’ ভাঙচুর, আন্তর্জাতিক মিডিয়ায় ফলাও করে প্রচার | সৃজিত প্রসঙ্গে কথা বলতে চান না মিথিলা |

পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে মেরে ফেলল ইসরায়েলি সৈন্যরা

| নিউজ রুম এডিটর ৪:৫৮ অপরাহ্ণ | জুলাই ২২, ২০২৩ আন্তর্জাতিক

অধিকৃত পশ্চিম তীরে পৃথক ঘটনায় দুই ফিলিস্তিনিকে গুলি চালিয়ে হত্যা করেছে ইসরায়েলি সৈন্যরা। শুক্রবার ইসরায়েলি বাহিনীর গুলিতে ওই দুই ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে বলে ফিলিস্তিনের কর্মকর্তারা জানিয়েছেন।

তারা বলেছেন, শুক্রবার পশ্চিম তীরে পাথর নিক্ষেপকারীদের সাথে সংঘর্ষের সময় ইসরায়েলি সৈন্যরা গুলি করে এক ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে।

ইসরায়েলের সীমান্ত পুলিশ বলেছে, রামাল্লাহ শহরের কাছের উম্মে সাফা গ্রামের কাছে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই সময় মুখোশ পরিহিত সন্দেহভাজন ফিলিস্তিনিদের পাথর ও ঢিল নিক্ষেপের ফলে সৈন্যদের জীবন ঝুঁকির মুখে পড়ে।

পরে সীমান্তরক্ষী পুলিশের এক সদস্য হামলাকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, উম্মে সাফা গ্রামের ১৭ বছর বয়সী এক কিশোর মারা গেছে।

ফিলিস্তিনের মেডিকেল কর্মকর্তারা বলেছেন, পৃথক এক ঘটনায় নাবলুস শহরের কাছে গাড়ি চালিয়ে যাওয়ার সময় ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনি এক ব্যক্তিকে গুলি চালিয়ে হত্যা করেছে। এই ঘটনায় অপর এক ব্যক্তি আহত হয়েছেন এবং তাকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সৈন্যরা।

ইসরায়েলি সেনাবাহিনী পৃথক এই ঘটনায় তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে। ফিলিস্তিনিরা যেসব অঞ্চলকে নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, সেসব অঞ্চলের মাঝে পশ্চিম তীর অন্যতম। এই অঞ্চলটিতে গত ১৫ মাসের বেশি সময় ধরে সহিংসতা ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

সম্প্রতি ইসরায়েলি সৈন্যদের অভিযান, ফিলিস্তিনিদের সড়কে হামলা এবং ফিলিস্তিনি গ্রামে ইহুদি বসতি স্থাপনকারীদের হামলার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।