• আজ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর চিরিরবন্দরের পল্লীতে সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত ১১ : থানায় মামলা দায়ের

| নিউজ রুম এডিটর ৭:৪৭ অপরাহ্ণ | আগস্ট ৭, ২০২৩ সারাদেশ

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের চিরিরবন্দরের পল্লীতে ৭ একর ৩৬ শতক জমিজোবর দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় নারীসহ ১১ জন আহত। হামলায় ৩ নারীসহ গুরুত্বর আহত ৭ জন চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন। এব্যাপারে চিরিরবন্দর থানায় মামলা দায়ের হয়েছে।

থানার অভিযোগ সুত্রে জানা গেছে, চিরিরবন্দরের ৫ নং আব্দুলপুর ইউপি‘র নান্দেড়াইল গ্রামের নান্দেড়াইল মৌজার ১৯১ নং খতিয়ানের ৯৫০ নং দাগের ৭ একর ৩৬ শতক জমি জোবরদখলের অপচেষ্টায় হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় ভুমিদস্যু ও প্রভাবশালী তসলিম,জামান ও আমিনুলসহ তাদের ১৫/২০ জন ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে শনিবার ভোরে ওই জমিতে আমন ধানের চারা রোপনের জন্য যায়। এসময় জমির প্রকৃত মালিক মো: জমির উদ্দীন ও তার পরিবারের সদস্যরা ওই ভাড়াটিয়া সন্ত্রাসীদের চারারোপনে বাধা দিলে তারা লাঠিসোটা নিয়ে এলোপাতারী হামলা এবং মারধোর শুরু করে। ওই হামলার ঘটনায় ৩ জন নারীসহ ১১ জন আহত হয়। এদের মধ্যে গুরুত্বর আহত অবস্থায় ৭ জনকে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হচ্ছেন নান্দেড়াইল গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র মো: আফজাল হোসেন (৪৫), মো: আব্দুল নুরীর পুত্র মিজানুর রহমান (৩৫), আব্দুল হাকিমের পুত্র অবাইদুল ইসলাম (৩০), মিজানুরের স্ত্রী মোছা: পারভীন আক্তার (৩০), মো: জসিম উদ্দীনের স্ত্রী মোছা: জেসমিন আরা বেগম (৩৮) এবং ফখরুল ইসলামের স্ত্রী শাহানাজ বেগম (৪০)। এছাড়াও আহত অন্যান্যদের প্রাথমিক চিকিতসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

এব্যাপারে মামলার বাদী মো: জমির উদ্দীন বলেন,ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরেই প্রতিপক্ষ তসলিম,জামান ও আমিনুলরা ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা জমি ছেড়ে দেয়ার জন্যে আমাদের প্রাননাশের হুমকিসহ নানা রকমের ভয়ভীতি প্রর্দশন করছে। ইতিমধ্যে আমরা বিষয়টিতে আইনগত সহায়তা পেতে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করলে তিনি গত শুক্রবার রাতে আমাদের উভয় পক্ষকে নিয়ে বসেছিলেন এবং আগামী মঙ্গলবার আবারো বসতে চেয়েছিলেন। কিন্ত ভুমিদস্যু তসলিম,আমিনুল ও তার সন্ত্রাসীরা শনিবার দিন ভোর বেলা দলবল নিয়ে ওই জমি দখলে নেয়ার লক্ষে আমনের চারারোপন শুরু করে। এতে আমরা বাধা দিলে তারা সন্ত্রাসী বাহিনীকে দিয়ে জমিতেই আমাদের সকলকে মেরে ফেলার উদ্দ্যোশে নিষ্ঠুর ও নির্দয় ভাবে পিটিয়ে গুরুরত্ব আহত করেছে। আমরা প্রশাসনের কাছে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও ন্যায় বিচারের মাধ্যমে কঠোর শাস্তি দাবী করেন তিনি।
স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: আরেফিন হক সোনালী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নান্দেড়্ইাল গ্রামের আহত ৭ জনকে চিকিতসার জন্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ বাড়ি চলে গেছেন।

এব্যাপারে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশীদ ঘটনার সত্যত্ াস্বীকার করে জানান, ৯৯৯ এর মাধ্যমে সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে দ্রুত নান্দেড়াইল গ্রামে কর্মকর্তাসহ র্ফোস পাঠানো হয়েছিল। সেখান থেকে জমিজমা সংক্রান্ত বিরোধে আহতদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এব্যাপারে মামলা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।